নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে র্যাব-২। আজ মঙ্গলবার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তা কমান্ডার খন্দকার আল মঈন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
খন্দকার আল মঈন বলেন, মহামান্য আদালতকে কটূক্তি, আদালত অবমাননার মামলায় হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে গত মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-২। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল, তফসিল ঘোষণার পর যদি কাউকে গ্রেপ্তার করতে হয় তাহলে কমিশনের কনসার্ন লাগবে। আপনারা সেটা নিয়েছিলেন কি না—এ বিষয়ে জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যমের শাখার কর্মকর্তা বলেন, কারও বিরুদ্ধে যদি আদালতের নির্দেশনা থাকে তাঁকে আদালতে হাজির করার জন্য এ ব্যাপারে কারও নির্দেশনার প্রয়োজন আছে কি না সেটা দেখতে হবে।
হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্য’ দিয়েছিলেন হাবিবুর রহমান হাবিব। তাঁর সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই মন্তব্যের জন্য বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ হাবিবকে ৬ নভেম্বর হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিলেন। কিন্তু সেদিন তিনি হাজির না হওয়ায় ৮ নভেম্বরের মধ্যে তাঁর বর্তমান অবস্থান জানতে চান হাইকোর্ট।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে আদালতকে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনী হাবিবকে তাঁর স্থায়ী ও বর্তমান ঠিকানায় খুঁজে পায়নি। তাঁর পরিবারের সদস্যরা বলেছেন, হাবিবের খবর তাঁরাও জানেন না। এর প্রেক্ষিতে গত ৮ নভেম্বর হাইকোর্ট বেঞ্চ হাবিবকে ধরে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেন।
ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক থাকার সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেছিলেন আখতারুজ্জামান। পরে ২০১৯ সালে তিনি হাইকোর্টে নিয়োগ পান।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে র্যাব-২। আজ মঙ্গলবার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তা কমান্ডার খন্দকার আল মঈন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
খন্দকার আল মঈন বলেন, মহামান্য আদালতকে কটূক্তি, আদালত অবমাননার মামলায় হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে গত মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-২। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল, তফসিল ঘোষণার পর যদি কাউকে গ্রেপ্তার করতে হয় তাহলে কমিশনের কনসার্ন লাগবে। আপনারা সেটা নিয়েছিলেন কি না—এ বিষয়ে জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যমের শাখার কর্মকর্তা বলেন, কারও বিরুদ্ধে যদি আদালতের নির্দেশনা থাকে তাঁকে আদালতে হাজির করার জন্য এ ব্যাপারে কারও নির্দেশনার প্রয়োজন আছে কি না সেটা দেখতে হবে।
হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্য’ দিয়েছিলেন হাবিবুর রহমান হাবিব। তাঁর সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই মন্তব্যের জন্য বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ হাবিবকে ৬ নভেম্বর হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিলেন। কিন্তু সেদিন তিনি হাজির না হওয়ায় ৮ নভেম্বরের মধ্যে তাঁর বর্তমান অবস্থান জানতে চান হাইকোর্ট।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে আদালতকে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনী হাবিবকে তাঁর স্থায়ী ও বর্তমান ঠিকানায় খুঁজে পায়নি। তাঁর পরিবারের সদস্যরা বলেছেন, হাবিবের খবর তাঁরাও জানেন না। এর প্রেক্ষিতে গত ৮ নভেম্বর হাইকোর্ট বেঞ্চ হাবিবকে ধরে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেন।
ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক থাকার সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেছিলেন আখতারুজ্জামান। পরে ২০১৯ সালে তিনি হাইকোর্টে নিয়োগ পান।
যশোর সদর উপজেলার কচুয়া ও বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলার বুক চিরে উত্তর-দক্ষিণে বয়ে গেছে ভৈরব নদ। নদের পশ্চিমে কচুয়া ইউনিয়ন। পূর্বে বাঘারপাড়ার ছাতিয়ানতলা ইউনিয়ন। ছাতিয়ানতলা বাজারের পাশেই এই নদীর ওপরে জরাজীর্ণ সেতুটি ছিল দুটি ইউনিয়নের অন্তত ৩০ গ্রামের যাতায়াতের ভরসা।
৪ ঘণ্টা আগেজুলাই গণঅভ্যুত্থানে আহত সেই সানজিদা আহমেদ তন্বীসহ গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকে লড়বে ১১ জন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের তথ্য যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
৫ ঘণ্টা আগেপটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা আইনজীবী সমিতি তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে।
৫ ঘণ্টা আগেপাহাড় ও বনের মিশেলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। তবে এ অঞ্চলের বনভূমির চিত্র আর আগের মতো নেই। একসময়ের বিশাল বনভূমি এখন অনেকটাই উজাড় হয়ে গেছে। বনের মূল্যবান গাছের অধিকাংশই শেষ পর্যন্ত ঠাঁই নিয়েছে করাতকলে।
৬ ঘণ্টা আগে