শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর সদর হাসপাতালের নার্সিং কোয়ার্টারের একটি কক্ষে চার্জে দেওয়া মোবাইল বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কোয়ার্টারের দ্বিতীয় তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর হাসপাতালের বাউন্ডারির ভেতরে ডাক্তার ও নার্সদের জন্য একাধিক কোয়ার্টার ভবন রয়েছে। যমুনা নামে নার্সিং কোয়ার্টার ভবনের দ্বিতীয় তলায় থাকেন সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসিমা আক্তার ও তাঁর পরিবার। আজ সকাল ৮টায় নাসিমা আক্তার সদর হাসপাতালে ডিউটিতে যান। নাসিমা আক্তারের স্বামী মেজবাউর রহমান মেয়েকে নিয়ে ঢাকা গিয়েছেন। বাসায় ছিল তাঁর কলেজ পড়ুয়া একমাত্র ছেলে।
জানা গেছে, দুপুর ১২টার দিকে নার্স নাসিমা আক্তারের বাসার একটি কক্ষে চার্জে থাকা মোবাইল বিস্ফোরণে লেপ তোশকে আগুন ধরে যায়। কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় পাশের কোয়ার্টারের বাসিন্দারা। খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসার এসি, খাট, কম্বল, আসবাবসহ প্রায় ২ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে যায়।
নাসিমা আক্তার বলেন, ‘আমি সকাল ৮টায় ছেলেকে বাসায় রেখে সদর হাসপাতালে ডিউটিতে যাই। ১২টার দিকে খবর পাই বাসায় আগুন লেগেছে। বাসায় শুধু আমার ২২ বছরের কলেজ পড়ুয়া ছেলে ছিল। এক রুমে মোবাইল চার্জে রেখে অন্য রুমে ছেলে ঘুমাচ্ছিল। মোবাইল বিস্ফোরণে রুমে আগুন লেগেছে। খবর পেয়ে আমি দ্রুত বাসায় আসি। আগুনে আমার বাসার এসি, আসবাবসহ প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আল্লাহর রহমতে আমার ছেলের কোনো ক্ষতি হয়নি।’
শরীয়তপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শ্যামল বিশ্বাস বলেন, ‘মোবাইল বিস্ফোরণে আগুনের সূত্রপাতের আলামত পাওয়া গেছে। তদন্ত করলে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যবে। তবে মোবাইল চার্জে রাখার বিষয়ে আমাদের সবার সতর্ক থাকতে হবে। বিছানায় অথবা বালিশের নিচে মোবাইল চার্জে রাখা উচিত নয়।’
শরীয়তপুর সদর হাসপাতালের নার্সিং কোয়ার্টারের একটি কক্ষে চার্জে দেওয়া মোবাইল বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কোয়ার্টারের দ্বিতীয় তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর হাসপাতালের বাউন্ডারির ভেতরে ডাক্তার ও নার্সদের জন্য একাধিক কোয়ার্টার ভবন রয়েছে। যমুনা নামে নার্সিং কোয়ার্টার ভবনের দ্বিতীয় তলায় থাকেন সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসিমা আক্তার ও তাঁর পরিবার। আজ সকাল ৮টায় নাসিমা আক্তার সদর হাসপাতালে ডিউটিতে যান। নাসিমা আক্তারের স্বামী মেজবাউর রহমান মেয়েকে নিয়ে ঢাকা গিয়েছেন। বাসায় ছিল তাঁর কলেজ পড়ুয়া একমাত্র ছেলে।
জানা গেছে, দুপুর ১২টার দিকে নার্স নাসিমা আক্তারের বাসার একটি কক্ষে চার্জে থাকা মোবাইল বিস্ফোরণে লেপ তোশকে আগুন ধরে যায়। কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় পাশের কোয়ার্টারের বাসিন্দারা। খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসার এসি, খাট, কম্বল, আসবাবসহ প্রায় ২ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে যায়।
নাসিমা আক্তার বলেন, ‘আমি সকাল ৮টায় ছেলেকে বাসায় রেখে সদর হাসপাতালে ডিউটিতে যাই। ১২টার দিকে খবর পাই বাসায় আগুন লেগেছে। বাসায় শুধু আমার ২২ বছরের কলেজ পড়ুয়া ছেলে ছিল। এক রুমে মোবাইল চার্জে রেখে অন্য রুমে ছেলে ঘুমাচ্ছিল। মোবাইল বিস্ফোরণে রুমে আগুন লেগেছে। খবর পেয়ে আমি দ্রুত বাসায় আসি। আগুনে আমার বাসার এসি, আসবাবসহ প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আল্লাহর রহমতে আমার ছেলের কোনো ক্ষতি হয়নি।’
শরীয়তপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শ্যামল বিশ্বাস বলেন, ‘মোবাইল বিস্ফোরণে আগুনের সূত্রপাতের আলামত পাওয়া গেছে। তদন্ত করলে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যবে। তবে মোবাইল চার্জে রাখার বিষয়ে আমাদের সবার সতর্ক থাকতে হবে। বিছানায় অথবা বালিশের নিচে মোবাইল চার্জে রাখা উচিত নয়।’
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৭ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
২৮ মিনিট আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
৪৪ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে