Ajker Patrika

রাজবাড়ী‌তে পদ্মার চ‌রে ১৯ বাড়িতে হামলা-লুট-অগ্নিসং‌যোগ

রাজবাড়ী প্রতিনিধি
চরের একটি ঘর পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা
চরের একটি ঘর পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর পাংশায় ১৯টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শ‌নিবার বিকেলে উপ‌জেলার হাবাসপুর ইউনিয়নের চর-শাহামীরপুর এলাকার পদ্মা নদীর চ‌রে এ ঘটনা ঘটে। আজ রোববার দুপু‌রে ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন পাংশা ম‌ডেল থানার ওসি (তদন্ত) রা‌শেদুল ইসলাম।

ক্ষ‌তিগ্রস্ত হা‌সেম শেখ জানান, তাঁরা দীর্ঘ ৪০ বছর ধ‌রে পদ্মার চ‌রে বসবাস ক‌রছেন। হঠাৎ পাবনা জেলার লোকজন দা‌বি কর‌ছে এই চর তা‌দের। গতকাল ১০০ জনের সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তখন এই চরের বাসিন্দারা ভ‌য়ে পা‌শের ব‌নে লুকিয়েছিলেন।

হা‌সেম শেখ ব‌লেন, ‘আমার একটা পাওয়ারটিলার ও একটা সেলোমেশিন, ৪০ মণ ধান ও নগদ এক লাখ টাকা লুট ক‌রে নি‌য়ে গে‌ছে।’

আমজাদ খান নামে এক ভুক্তভোগী ব‌লেন, ‘আমার বা‌পেরা এখা‌নে বসবাস ক‌রেছেন। আমার জন্মও এখা‌নে। আমরাও বুড়ো হ‌য়ে যা‌চ্ছি। আমা‌দের জ‌মির কাগজপত্র সব‌ই আছে। কিন্তু পাবনাওয়ালারা বল‌তে‌ছে, জ‌মি তা‌দের। কাল এক শজন এসে আমাদের বা‌ড়িঘর ভাঙ্চুর ক‌রে আগুন লা‌গি‌য়ে দি‌ছে।’

মো. কাশেম শেখ নামের এক ভুক্তভোগী ব‌লেন, ‘আমার বা‌ড়িঘর ভেঙে দি‌য়ে‌ছে। ঘ‌রে থাকা নগদ ২২ হাজার ৬০০ টাকা নিয়ে গেছে। শুধু আমার না; অনেকরই টাকাপয়সা নিয়ে গেছে। বোবা (বাক্‌প্রতিবন্ধী) মো. তসলিমের একটা গরু বিক্রি করা টাকাও নি‌য়ে গে‌ছে।’

ক্ষতিগ্রস্ত চরের বাসিন্দারা আতঙ্কিত। ছবি: আজকের পত্রিকা
ক্ষতিগ্রস্ত চরের বাসিন্দারা আতঙ্কিত। ছবি: আজকের পত্রিকা

কা‌শেম শেখ আরও ব‌লেন, ‘এখা‌নে ১৯‌টি বা‌ড়ি ভাঙচুর ও লুটপাট শে‌ষে এক‌টি বসতঘ‌রে আগুন ধ‌রি‌য়ে দি‌য়ে চ‌লে যায়। এখন আমরা আতঙ্কে আছি। আমরা আশা ক‌রি ডি‌সি স‌্যার, এস‌পি স‌্যার আমা‌দের পা‌শে দাঁড়া‌বেন।’

ফু‌লি বেগম নামে এক নারী ব‌লেন, ‘আমা‌দের কা‌ছে এসে ব‌লে এ জ‌মি তা‌দের। আমরা দখল ক‌রে আছি। আমি তখন বললাম আমা‌দের কাগজপত্র আছে। আপনা‌দের কাগজপত্র থাক‌লে আপনারা নি‌য়ে আসেন। উনারা কোনো কথা শুনল না বা‌ড়ি ভেঙে দি‌ল। আমার ঘ‌রে গরু বি‌ক্রির টাকা ছিল, ৫০ মণ ধান ছিল সব নি‌য়ে গে‌ছে।’

পাংশা ম‌ডেল থানার (ওসি তদন্ত) রা‌শেদুল ইসলাম ব‌লেন, ‘হামলার মূল কারণ হ‌লো জ‌মির সীমানা নির্ধারণ নি‌য়ে। এপারের মানু‌ষের দা‌বি জ‌মি তা‌দের, আর ওপা‌রের মানু‌ষের দা‌বি জ‌মি তা‌দের। খবর পে‌য়ে পু‌লিশ গতকালই ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। এ বিষ‌য়ে তদন্ত চল‌ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

একচেটিয়া ভাতা লেনদেনের সুবিধা হারাচ্ছে ‘নগদ’

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত