Ajker Patrika

বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিল বেকু মেশিন

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিল বেকু মেশিন

মানিকগঞ্জের সিঙ্গাইরে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটায় বিক্ষুব্ধ জনতা মাটি কাটার একটি বেকু মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনি চকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের পানিশাইল গ্রামের মো. সেলিম ওরফে সলিমুদ্দিন তার ২৫০ শতাংশ ফসলি জমিতে মৎস্য খামারের সিদ্ধান্ত নেন। ওই জমির মাটি ক্রয় করেন জামির্ত্তা এলাকার সিরাজুল হক ও রাশেদ নামে দুই মাটি ব্যবসায়ী। সোমবার রাতে হাতনি চকের ওই জমি থেকে মাটি কেটে রাস্তা তৈরি করছিলেন তারা। রাত আড়াইটার দিকে হাতনি এলাকার বিক্ষুব্ধ জনতা মাইকিং করে একত্রিত হয়ে একটি বেকু মেশিনে আগুন ধরিয়ে দেয়। 

ক্ষতিগ্রস্ত রাশেদ হোসেন বলেন, ‘উপজেলা মৎস্য অফিসের অনুমতি নিয়ে জমিতে মৎস্য খামার করার সিদ্ধান্ত নেন জমির মালিক সেলিম ওরফে সলিমুদ্দিন। আমরা ওই জমির মাটি ক্রয় করি। রাত আড়াইটার দিকে হাতনি এলাকার কুদ্দুস মিয়া, আব্দুল হামিদ, রহমানসহ এলাকার ২০ থেকে ২৫ জন আমার ভাড়া করা ৩০ লাখ টাকার বেকু মেশিনটি পুড়িয়ে দেয়। এ বিষয়ে প্রশাসনের আইনি সহযোগিতা চাই।’ 

সিঙ্গাইর থানার ইন্সপেক্টর তদন্ত শেখ মো. আবু হানিফ বলেন, ‘বেকু মেশিনে আগুন দেওয়ার বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত