গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম সরদার ওরফে জিকুকে (৩৮) কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ মোরসালিন ব্যাপারী (২০) নামে এক যুবককে গ্রেপ্তারও করেছে। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালংচড়া গ্রামের ইউনুস সরদারের ছেলে নুরে আলম সরদারকে হত্যাচেষ্টার অভিযোগে গোসাইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলাটি দায়ের করেন আহত যুবলীগ নেতার বোন মোসা. রুনা বেগম (৩৫)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের উত্তর ভদ্রচাপ গ্রামের দেলোয়ার সারেংয়ের ছেলে হামিম সারেং (২৬), জামাল ব্যাপারীর ছেলে বাপ্পি ব্যাপারী (১৯), আলমগীর ব্যাপারীর ছেলে মোরসালিন ব্যাপারী (২০), শহিদুল দেওয়ানের ছেলে শুভ দেওয়ান (২৫), উত্তর মালংচড়া গ্রামের তোতা মিয়া ঘরামির ছেলে সোহাগ ঘরামী (২৮), বালিকুড়ি গ্রামের শওকত হাওলাদারের ছেলে আবু আলম হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও ২ জন নুরে আলমকে হত্যার উদ্দেশে মারপিট এবং গুরুতর জখম করে। এ ছাড়া মামলার এজাহারে ৪২ হাজার টাকা চুরি-ছিনতাই ও হুমকি প্রদানের বিষয় উল্লেখ করা হয়।
মামলার বাদী রুনা বেগম বলেন, ‘আমার ভাই গুরুতর জখম হয়ে বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। তাঁর ওপর ন্যক্কারজনকভাবে হামলা করা হয়েছে। হামলাকারী সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের ফাঁসির দাবি করছি।’
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘যুবলীগ নেতার ওপর হামলার ঘটনায় থানায় হত্যাচেষ্টার মামলা হয়েছে। এজাহারভুক্ত এক আসামি মোরসালিন ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’
উল্লেখ্য, গত মঙ্গলবার নুরে আলম নাগেরপাড়া বাজার থেকে দপ্তরি বাড়ি হয়ে খাসেরহাটমুখী রাস্তা দিয়ে ঘরামি বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাঝেরভাঙা এলাকায় পৌঁছালে ৭-৮ জন যুবক তাঁর গতিরোধ করে। এ সময় তারা রামদা, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে মাথা, বুক, পিঠ ও হাত-পায় গুরুতর জখম হয় নুরে আলমের। পরে তিনটি মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় নুরে আলমকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকায় রেফার করেন গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম সরদার ওরফে জিকুকে (৩৮) কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ মোরসালিন ব্যাপারী (২০) নামে এক যুবককে গ্রেপ্তারও করেছে। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালংচড়া গ্রামের ইউনুস সরদারের ছেলে নুরে আলম সরদারকে হত্যাচেষ্টার অভিযোগে গোসাইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলাটি দায়ের করেন আহত যুবলীগ নেতার বোন মোসা. রুনা বেগম (৩৫)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের উত্তর ভদ্রচাপ গ্রামের দেলোয়ার সারেংয়ের ছেলে হামিম সারেং (২৬), জামাল ব্যাপারীর ছেলে বাপ্পি ব্যাপারী (১৯), আলমগীর ব্যাপারীর ছেলে মোরসালিন ব্যাপারী (২০), শহিদুল দেওয়ানের ছেলে শুভ দেওয়ান (২৫), উত্তর মালংচড়া গ্রামের তোতা মিয়া ঘরামির ছেলে সোহাগ ঘরামী (২৮), বালিকুড়ি গ্রামের শওকত হাওলাদারের ছেলে আবু আলম হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও ২ জন নুরে আলমকে হত্যার উদ্দেশে মারপিট এবং গুরুতর জখম করে। এ ছাড়া মামলার এজাহারে ৪২ হাজার টাকা চুরি-ছিনতাই ও হুমকি প্রদানের বিষয় উল্লেখ করা হয়।
মামলার বাদী রুনা বেগম বলেন, ‘আমার ভাই গুরুতর জখম হয়ে বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। তাঁর ওপর ন্যক্কারজনকভাবে হামলা করা হয়েছে। হামলাকারী সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের ফাঁসির দাবি করছি।’
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘যুবলীগ নেতার ওপর হামলার ঘটনায় থানায় হত্যাচেষ্টার মামলা হয়েছে। এজাহারভুক্ত এক আসামি মোরসালিন ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’
উল্লেখ্য, গত মঙ্গলবার নুরে আলম নাগেরপাড়া বাজার থেকে দপ্তরি বাড়ি হয়ে খাসেরহাটমুখী রাস্তা দিয়ে ঘরামি বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাঝেরভাঙা এলাকায় পৌঁছালে ৭-৮ জন যুবক তাঁর গতিরোধ করে। এ সময় তারা রামদা, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে মাথা, বুক, পিঠ ও হাত-পায় গুরুতর জখম হয় নুরে আলমের। পরে তিনটি মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় নুরে আলমকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকায় রেফার করেন গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
১৬ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২৪ মিনিট আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
১ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে