Ajker Patrika

উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ইসি আলমগীর

নরসিংদী প্রতিনিধি
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ইসি আলমগীর

উপজেলা পরিষদের নির্বাচনে শুধু প্রার্থী নয় যিনি প্রভাব বিস্তার করবেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, ‘এখানে কে, কার আত্মীয় বা কে আত্মীয় নয়। সেটা দেখার সুযোগ নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্টদের কারও নেই। এখানে সবাই সমান সুবিধা পাবেন।’

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নরসিংদী জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আমাদের একটাই উদ্দেশ্য, নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ, যেটা আপনারা জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে দেখেছেন। জাতীয় নির্বাচনের মতোই ভালো নির্বাচন করার জন্য যা যা করার দরকার তা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

নির্বাচনে যাতে কেউ প্রভাব বিস্তার না করেন সে বিষয়ে সবাইকে সচেতন ও বিরত থাকার আহ্বান জানান মো. আলমগীর। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ যদি চাপ অনুভব করেন সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ অভিযোগ করার অনুরোধ জানান তিনি।

মো. আলমগীর বলেন, ‘বিভিন্ন মাধ্যমে কোনো তথ্য প্রমাণ বা ভিডিও ছবি পেলেও আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকি।’ তিনি আরও বলেন, ‘এখানে কে, কার আত্মীয় বা কে আত্মীয় নয়। সেটা দেখার সুযোগ নির্বাচন কমিশন এবং নির্বাচন সংশ্লিষ্টদের কারও নেই। এখানে সবাই সমান সুবিধা পাবেন।’

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, নরসিংদীর জেলা প্রশাসক বদিউল আলম। এ সময় পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মৌসুমী সরকার রাখীসহ জেলা আনসার ভিডিপি কর্মকর্তা, র‍্যাব ও জেলার ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত