মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জের ধরে হাতবোমা ফাটিয়ে দুটি বসতঘর ও ক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে মামলা হলে মূল আসামি জামাল খন্দকারকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদারীপুরের কালকিনি পৌরসভার চরঠেঙ্গামারা গ্রামের বাবুল ব্যাপারীর সঙ্গে প্রতিবেশী জামাল খন্দকারের নানা বিষয় নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাবুল ব্যাপারীর পরিবারের ওপর হামলা চালান জামাল ও তাঁর লোকজন। এ সময় বাবুলের প্রতিবেশী মজিবর হাওলাদারের বাড়িতেও হামলা চালানো হয়।
এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। ক্ষতিগ্রস্তদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। যাওয়ার সময় হামলাকারীরা পাশের শেখ রাসেল একতা সংঘ নামের একটি ক্লাবেও ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় আজ শুক্রবার সকালে ১৪ জনের বিরুদ্ধে কালকিনি থানায় মামলা করে ক্ষতিগ্রস্ত পরিবার। পরে দুপুরে অভিযান চালিয়ে মূল আসামি জামাল খন্দকারকে গ্রেপ্তার করে পুলিশ।
ক্ষতিগ্রস্ত বাবুল ব্যাপারীর ছোট ভাই আবুল হোসেন বলেন, ‘হঠাৎ করে দুই দিক দিয়ে অর্ধশত মানুষ বাড়িঘরে হামলা চালান। হাতবোমা ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে ঘরে লুটপাট করে পালিয়ে যান তাঁরা। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার আব্দুলাহ আল মামুন বলেন, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মামলা হলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জের ধরে হাতবোমা ফাটিয়ে দুটি বসতঘর ও ক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে মামলা হলে মূল আসামি জামাল খন্দকারকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদারীপুরের কালকিনি পৌরসভার চরঠেঙ্গামারা গ্রামের বাবুল ব্যাপারীর সঙ্গে প্রতিবেশী জামাল খন্দকারের নানা বিষয় নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাবুল ব্যাপারীর পরিবারের ওপর হামলা চালান জামাল ও তাঁর লোকজন। এ সময় বাবুলের প্রতিবেশী মজিবর হাওলাদারের বাড়িতেও হামলা চালানো হয়।
এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। ক্ষতিগ্রস্তদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। যাওয়ার সময় হামলাকারীরা পাশের শেখ রাসেল একতা সংঘ নামের একটি ক্লাবেও ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় আজ শুক্রবার সকালে ১৪ জনের বিরুদ্ধে কালকিনি থানায় মামলা করে ক্ষতিগ্রস্ত পরিবার। পরে দুপুরে অভিযান চালিয়ে মূল আসামি জামাল খন্দকারকে গ্রেপ্তার করে পুলিশ।
ক্ষতিগ্রস্ত বাবুল ব্যাপারীর ছোট ভাই আবুল হোসেন বলেন, ‘হঠাৎ করে দুই দিক দিয়ে অর্ধশত মানুষ বাড়িঘরে হামলা চালান। হাতবোমা ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে ঘরে লুটপাট করে পালিয়ে যান তাঁরা। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার আব্দুলাহ আল মামুন বলেন, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মামলা হলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
১১ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
২৫ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
৪২ মিনিট আগে