Ajker Patrika

হাতবোমা ফাটিয়ে বসতঘর ভাঙচুর–লুটপাট, গ্রেপ্তার ১ 

মাদারীপুর প্রতিনিধি
হাতবোমা ফাটিয়ে বসতঘর ভাঙচুর–লুটপাট, গ্রেপ্তার ১ 

মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জের ধরে হাতবোমা ফাটিয়ে দুটি বসতঘর ও ক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে মামলা হলে মূল আসামি জামাল খন্দকারকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদারীপুরের কালকিনি পৌরসভার চরঠেঙ্গামারা গ্রামের বাবুল ব্যাপারীর সঙ্গে প্রতিবেশী জামাল খন্দকারের নানা বিষয় নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাবুল ব্যাপারীর পরিবারের ওপর হামলা চালান জামাল ও তাঁর লোকজন। এ সময় বাবুলের প্রতিবেশী মজিবর হাওলাদারের বাড়িতেও হামলা চালানো হয়। 

এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। ক্ষতিগ্রস্তদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। যাওয়ার সময় হামলাকারীরা পাশের শেখ রাসেল একতা সংঘ নামের একটি ক্লাবেও ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

শেখ রাসেল একতা সংঘ ক্লাবের ভাঙচুর চালানো হয়এই ঘটনায় আজ শুক্রবার সকালে ১৪ জনের বিরুদ্ধে কালকিনি থানায় মামলা করে ক্ষতিগ্রস্ত পরিবার। পরে দুপুরে অভিযান চালিয়ে মূল আসামি জামাল খন্দকারকে গ্রেপ্তার করে পুলিশ। 

ক্ষতিগ্রস্ত বাবুল ব্যাপারীর ছোট ভাই আবুল হোসেন বলেন, ‘হঠাৎ করে দুই দিক দিয়ে অর্ধশত মানুষ বাড়িঘরে হামলা চালান। হাতবোমা ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে ঘরে লুটপাট করে পালিয়ে যান তাঁরা। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার আব্দুলাহ আল মামুন বলেন, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মামলা হলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত