Ajker Patrika

এডিস নিধনে ডিএসসিসির অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এডিস নিধনে ডিএসসিসির অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা

রাজধানীতে এডিস মশা নিধনে ভ্রাম্যমাণ আদালতের ১১ মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ বুধবার মহানগরীর পাঁচ অঞ্চলে পৃথক এ অভিযানে পরিচালনা করা হয়। এ সময় মোট ২০৫টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১১টি বাড়ি–নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। 
 
এক নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের আদালত ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ২৯টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে দুটি বাড়ি–স্থাপনায় মশার লার্ভা পাওয়া যায়। স্কাই টাচ নামক নির্মাণাধীন একটি অ্যাপার্টমেন্টে প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে ২০ হাজার টাকা এবং আরেকটি বাড়ির মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। 

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ কদমতলী ও সবুজবাগ এলাকার ৫৭টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে কোথাও লার্ভার উপস্থিতি পায়নি। 

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল উদ্দিনের আদালত লালবাগ এলাকায় ৪৮টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় মোট আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের আদালত নর্থসাউথ রোড ও বংশাল এলাকার ১৫টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। মশার লার্ভা পাওয়ায় দুইটি স্থাপনাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন তিনি। 

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ওয়াবদা কলোনি ও মুরাদপুর এলাকার ৫৬টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এ সময় চারটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত