Ajker Patrika

আড়াই ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল শুরু

প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২১, ১৩: ৪৭
আড়াই ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল শুরু

শিবচর (মাদারীপুর): বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বৈরী আবহাওয়ার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার দুপুর ১২ টার দিকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এর আগে ঝড়ো বাতাসের কারণে সকাল সাড়ে নয়টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিএ।

জানা গেছে, ঝোড়ো বাতাসে পদ্মা উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে সকাল থেকে বন্ধ ছিল লঞ্চ চলাচল। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই পদ্মা উত্তাল রয়েছে। সকাল নয়টা থেকে ঝড়ো বাতাস বইতে থাকলে মাঝ পদ্মা আরও বেশি উত্তাল হয়ে উঠে। প্রচণ্ড ঢেউয়ের কারণে লঞ্চ চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনা এড়াতে সাড়ে নয়টা থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। দুপুর ১২ টার দিকে পদ্মায় ঢেউ কিছুটা কমে এলে লঞ্চ চলাচল শুরু করে।

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হলেও পদ্মায় ঢেউ কিছুটা কমেছে। দুপুর ১২ টার দিকে লঞ্চ চালু করা হয়েছে। তবে অপেক্ষাকৃত বড় লঞ্চগুলো এখন ছাড়া হচ্ছে।

তিনি আরও বলেন,'আকাশ এখনো মেঘাচ্ছন্ন। থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। পরিস্থিতি আবারও বৈরী হয়ে উঠলে লঞ্চ চলাচল বন্ধ রাখা হতে পারে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত