Ajker Patrika

উন্নয়ন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: প্রতিমন্ত্রী রিমি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
উন্নয়ন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: প্রতিমন্ত্রী রিমি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, ‘রাজনীতির অর্থ স্লোগান দেওয়া না, রাজনীতি মানে শুধু সভা–সমিতি করা না, রাজনীতি মানে হলো জনগণের উন্নয়ন। আমরা সেই উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।’ 

বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আজ শুক্রবার গাজীপুরের কাপাসিয়া উপজেলা ক্যানসার সেন্টারের উদ্বোধন ও ক্যানসার প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সিমিন হোসেন রিমি বলেন, ‘মানুষকে সচেতন করাটাই হলো আমাদের বড় দায়িত্ব। যারা রাজনীতি করেন বা রাজনৈতিক দলের কর্মী তাদের প্রত্যেকের উচিত নিজ নিজ এলাকায় মানুষদের সচেতন করা। যদি আমরা তা করতে পারি, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’ 

তিনি বলেন, ‘ক্যানসার প্রতিরোধে প্রচুর শাকসবজি ও ফল খাবেন। আমরা বেশি করে ফল ও সবজি খাব এবং চাষ করব। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। মানুষকে সচেতন করতে হবে যে, হাত পেতে নেওয়া থেকে নিজে তৈরি করে খাওয়া বেশি জরুরি। কর্ম আমাদের সবচেয়ে বড় ধর্ম। মানুষ মানুষের জন্য এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করব।’ 

সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক পারভীন শাহিদা আখতার। উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত