Ajker Patrika

উন্নয়ন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: প্রতিমন্ত্রী রিমি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
উন্নয়ন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: প্রতিমন্ত্রী রিমি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, ‘রাজনীতির অর্থ স্লোগান দেওয়া না, রাজনীতি মানে শুধু সভা–সমিতি করা না, রাজনীতি মানে হলো জনগণের উন্নয়ন। আমরা সেই উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।’ 

বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আজ শুক্রবার গাজীপুরের কাপাসিয়া উপজেলা ক্যানসার সেন্টারের উদ্বোধন ও ক্যানসার প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সিমিন হোসেন রিমি বলেন, ‘মানুষকে সচেতন করাটাই হলো আমাদের বড় দায়িত্ব। যারা রাজনীতি করেন বা রাজনৈতিক দলের কর্মী তাদের প্রত্যেকের উচিত নিজ নিজ এলাকায় মানুষদের সচেতন করা। যদি আমরা তা করতে পারি, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’ 

তিনি বলেন, ‘ক্যানসার প্রতিরোধে প্রচুর শাকসবজি ও ফল খাবেন। আমরা বেশি করে ফল ও সবজি খাব এবং চাষ করব। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। মানুষকে সচেতন করতে হবে যে, হাত পেতে নেওয়া থেকে নিজে তৈরি করে খাওয়া বেশি জরুরি। কর্ম আমাদের সবচেয়ে বড় ধর্ম। মানুষ মানুষের জন্য এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করব।’ 

সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক পারভীন শাহিদা আখতার। উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত