Ajker Patrika

শ্রীপুরে গাড়িচাপায় কিশোর নিহত

আপডেট : ১১ মে ২০২৩, ১৩: ০৫
শ্রীপুরে গাড়িচাপায় কিশোর নিহত

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত এক গাড়িচাপায় পথচারী এক কিশোর নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এমসি বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কিশোরের নাম মো. নয়ন মিয়া (১৭)। সে সুনামগঞ্জের সদর উপজেলার বৈশারপাড় গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। 

নিহতের ভগ্নিপতি মোক্তার হোসেন বলেন, ‘দুই দিন আগে আমার শ্যালক আমার বাসায় বেড়াতে আসে। আজ সকালে নাশতা করে বিমানবন্দরে একটি কাজে যাওয়ার জন্য শ্যালককে নিয়ে রওনা হই। হঠাৎ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। গাড়িচাপায় তার মাথার মগজ বের হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।’ 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়িচাপায় ঘটনাস্থলে মারা যায় কিশোরমাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বলেন, ‘আমি ছুটিতে আছি। সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ গেছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত