Ajker Patrika

রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে গাড়ির চাপ ও যানজট

আপডেট : ০১ মে ২০২২, ০৩: ৫৩
রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে গাড়ির চাপ ও যানজট

রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে ঘরমুখো যাত্রীদের চাপ। দুটি মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ থাকায় সৃষ্টি হয়েছে জটলা। সৃষ্টি হয়েছে যানজট। শনিবার রাতে মহাসড়কে এমন চিত্র দেখা যায়। 

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত গাড়ির এই জটলা। অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও এমন অবস্থা। সড়কটির আশুলিয়া নবীনগর থেকে ১২ কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট মোকাবিলায় কাজ করছে সড়কের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে রাস্তায় অতিরিক্ত গাড়ির চাপ কিছুতেই সামলানো যাচ্ছে না। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে যানজটের সৃষ্টি হয়েছে। এ সকল পয়েন্টে যানজটের সৃষ্টি হওয়ায় পুরো সড়কে গাড়ির জটলা বেধেছে। রাত সাড়ে ১০টার দিকেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা চৌরাস্তায় হাজার হাজার ঘরমুখো মানুষকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

চন্দ্রা এলাকায় দায়িত্ব পালন করেন কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, গাড়ির অতিরিক্ত চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে হাজার হাজার মানুষ বাসে ওঠার জন্য অপেক্ষা করছে। এ কারণেও যান চলাচল অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে। 

গাজীপুর মহানগরের উপকমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, রাত বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বেড়েছে গাড়ির অতিরিক্ত চাপ। শনিবার দুপুরের পর অনেক পোশাক কারখানা ছুটি হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় ঘরমুখো মানুষের ঢল নামে। এতে গাড়ির সংকট দেখা দেয়। গাড়ির তুলনায় যাত্রী বেশি হওয়ায় অনেকেই ট্রাক ও পিকআপে করে রওনা হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত