Ajker Patrika

তথ্য না পাওয়ায় রিজার্ভ চুরির চার্জশিট দিতে পারছে না সিআইডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৪: ৩৫
তথ্য না পাওয়ায় রিজার্ভ চুরির চার্জশিট দিতে পারছে না সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তিন-চারটি দেশের কাছে তথ্য চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশগুলো থেকে তথ্য পেলেই চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন সিআইডির প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া। 

আজ বৃহস্পতিবার সকালে মালিবাগ সিআইডি হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

সিআইডি প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া বলেন, ‘আমরা তিন থেকে চারটি দেশের থেকে তথ্য চেয়েছি। পেলেই ব্যবস্থা নেব।’ 

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সিআইডি কবে চার্জশিট দেবে প্রশ্ন করা হলে মোহাম্মদ আলী বলেন, ‘এই মামলা আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। রিজার্ভ চুরির সঙ্গে যে তিন-চারটি দেশের লিংক রয়েছে সেই দেশগুলোর কাছে আমরা তথ্য চেয়ে চিঠি দিয়েছি। সেখান থেকে তথ্য এলেই আমরা দ্রুত রিজার্ভ চোরির ঘটনায় চার্জশিট আদালতে জমা দেবে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত