নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজ্জাদ হোসেন (২৯) নিহতের ঘটনায় সাভার থানায় হত্যা মামলা হয়েছে। আজ সোমবার বিকেলে এ মামলা করা হয়। মামলায় মোট ৮২১ জনকে আসামি করা হয়েছে।
মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও সাভারের সাবেক সংসদ সদস্য এনামুর রহমান, সাভার উপজেলা চেয়ারম্যান ও সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভারের সাবেক মেয়ের ও সাভার পৌর আওয়ামী লীগের মেয়র আবদুল গনিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করা হয়েছে।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান মামলা রজু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাজ্জাদ হোসেন সাভারের আউকপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেন। গ্রামের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট সাড়ে ৯টার দিকে সাজ্জাদ হোসেন কেনাকাটার জন্য সাভার বাজার বাসস্ট্যান্ডে যান। ওই দিন (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্ররা সাভার বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন করছিলেন। এ সময় এনামুর রহমান, মঞ্জুরুল আলম রাজীব ও আবদুল গনিসহ মামলার ১ থেকে ১০ নম্বর পর্যন্ত আসামিদের নেতৃত্বে অন্য আসামিরা সাজ্জাদ হোসেনকে লাঠিপেটা করার পর গুলি করেন।
স্থানীয়রা ওই দিন বিকেলে তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (৬ আগস্ট) তিনি মারা যান।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজ্জাদ হোসেন (২৯) নিহতের ঘটনায় সাভার থানায় হত্যা মামলা হয়েছে। আজ সোমবার বিকেলে এ মামলা করা হয়। মামলায় মোট ৮২১ জনকে আসামি করা হয়েছে।
মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও সাভারের সাবেক সংসদ সদস্য এনামুর রহমান, সাভার উপজেলা চেয়ারম্যান ও সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভারের সাবেক মেয়ের ও সাভার পৌর আওয়ামী লীগের মেয়র আবদুল গনিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করা হয়েছে।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান মামলা রজু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাজ্জাদ হোসেন সাভারের আউকপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেন। গ্রামের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট সাড়ে ৯টার দিকে সাজ্জাদ হোসেন কেনাকাটার জন্য সাভার বাজার বাসস্ট্যান্ডে যান। ওই দিন (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্ররা সাভার বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন করছিলেন। এ সময় এনামুর রহমান, মঞ্জুরুল আলম রাজীব ও আবদুল গনিসহ মামলার ১ থেকে ১০ নম্বর পর্যন্ত আসামিদের নেতৃত্বে অন্য আসামিরা সাজ্জাদ হোসেনকে লাঠিপেটা করার পর গুলি করেন।
স্থানীয়রা ওই দিন বিকেলে তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (৬ আগস্ট) তিনি মারা যান।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৯ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১৬ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৪০ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৪৩ মিনিট আগে