Ajker Patrika

শিবচরে এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১০

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ৩০ জুন ২০২৩, ১৮: ০৬
শিবচরে এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১০

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার পাঁচ্চর এলাকার মোল্লার বাজার নামক স্থানে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। 

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বাসটির কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বা খাদে পড়া বাস জানা গেছে, ঢাকা থেকে শিবচরের শেখপুরের উদ্দেশে আসা আনন্দ পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকার মোল্লার বাজার স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসের কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। আহতদের উদ্ধারসহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বা খাদে পড়া বাস দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী মাহাবুব বলেন,‘পদ্মা সেতু পার হওয়ার পর আমরা বাসের গতি কমাতে বারবার চালককে বলছিলাম। কারণ, বৃষ্টি হচ্ছিল। কিন্তু চালক গাড়ির গতি কমায়নি। হঠাৎ করে আমাদের গাড়িটির সামনে ছোট একটি গাড়ি ছিল, যেটা আস্তে চলছিল। আমাদের বাসটি ওভারটেক করতে গিয়ে উল্টে খাদে পড়ে যায়। ভাগ্য ভালো যাত্রীরা প্রাণে বেঁচেছেন এবং মারাত্মকভাবে আহত হননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত