Ajker Patrika

রাজধানীতে মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১, প্রাইভেট কার জব্দ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ১১
রাজধানীতে মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১, প্রাইভেট কার জব্দ

রাজধানীর মহাখালী থেকে বিপুল পরিমাণ মদ ও বিয়ারসহ সবুর উদ্দিন (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। তিনি সিরাজগঞ্জ জেলার মৃত মফিজ উদ্দিনের ছেলে। র‍্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নোমান আহমদ আজ রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন।

নোমান আহমদ জানান, মহাখালীর টিবি গেটের সামনের পাকা রাস্তার ওপর থেকে গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে মাদক কারবারি সবুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ১৬৯ দশমিক ৬৯ লিটার বিয়ার ও ৭২ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার, নগদ ৩ হাজার ৪৮৫ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

নোমান আহমদ গ্রেপ্তার মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে যানবাহন ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন প্রকারের অবৈধ মাদকদ্রব্য, বিয়ার ও বিদেশি মদ পরিবহন করে বনানীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন সবুর। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত