Ajker Patrika

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সহ প্রচার সম্পাদক অনয় মুখার্জী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সহ প্রচার সম্পাদক অনয় মুখার্জী

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী (২০২৪–২৫) কমিটির সহ প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন অনয় মুখার্জী। আজ বুধবার পরিষদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাংবাদিক, কলামিস্ট ও গণমাধ্যম ব্যক্তিত্ব অনয় মুখার্জী চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। প্রায় এক দশক ধরে ঢাকায় অবস্থানকালে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করে চলেছেন তিনি। তাঁর বাবা কুনাল মুখার্জী শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি।

উল্লেখ্য, গত ১৬ মার্চ রাজধানীর ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

সম্মেলনে সভাপতি পদে বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক পদে সাংবাদিক সন্তোষ শর্মা আগামী দুই বছরের (২০২৪–২৫) জন্য নির্বাচিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত