নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্লীলতাহানি ও মারধরের মামলায় সাক্ষ্য দিতে আদালতে যাননি চিত্রনায়িকা পরীমণি। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-৯-এ পরীমণির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। পরীমণি না আসায় বিচারক শাহিনা হক সিদ্দিকা আগামী বছর ১৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।
আদালতে পরীমণির পক্ষে তাঁর আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, পরীমণি জ্বরে আক্রান্ত থাকায় ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন। পরীমণির আইনজীবী নীলঞ্জনা সুরভী রিফাত আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।
গত ২৪ জুলাই পরীমণি আংশিক জবানবন্দি দেন। সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে পরীমণি আদালতকে বলেন, ‘আমি ঘটনার কিছু বিষয় প্রকাশ্যে বলতে চাচ্ছি না।’ তখন বিচারক প্রশ্ন করেন, ‘আপনি কি ক্যামেরা ট্রায়াল করতে চান?’
এরপর পরীমণির আইনজীবী ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে বলেন, ক্যামেরা ট্রায়ালে এ মামলার বিচার হবে। এর আগে ২০২২ সালের ২৯ নভেম্বর পরীমণি আংশিক সাক্ষ্য দেন।
গত বছর ১৮ মে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে একই ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর এই মামলায় অভিযোগ পত্র দেওয়া হয়।
২০২১ সালের ১৪ জুন রিয়েল উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি ও জাতীয় পার্টির নেতা নাসির ইউ মাহমুদ, তাঁর সহযোগী তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমসহ আরও চারজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমণি। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় এজাহারে।
শ্লীলতাহানি ও মারধরের মামলায় সাক্ষ্য দিতে আদালতে যাননি চিত্রনায়িকা পরীমণি। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-৯-এ পরীমণির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। পরীমণি না আসায় বিচারক শাহিনা হক সিদ্দিকা আগামী বছর ১৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।
আদালতে পরীমণির পক্ষে তাঁর আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, পরীমণি জ্বরে আক্রান্ত থাকায় ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন। পরীমণির আইনজীবী নীলঞ্জনা সুরভী রিফাত আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।
গত ২৪ জুলাই পরীমণি আংশিক জবানবন্দি দেন। সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে পরীমণি আদালতকে বলেন, ‘আমি ঘটনার কিছু বিষয় প্রকাশ্যে বলতে চাচ্ছি না।’ তখন বিচারক প্রশ্ন করেন, ‘আপনি কি ক্যামেরা ট্রায়াল করতে চান?’
এরপর পরীমণির আইনজীবী ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে বলেন, ক্যামেরা ট্রায়ালে এ মামলার বিচার হবে। এর আগে ২০২২ সালের ২৯ নভেম্বর পরীমণি আংশিক সাক্ষ্য দেন।
গত বছর ১৮ মে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে একই ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর এই মামলায় অভিযোগ পত্র দেওয়া হয়।
২০২১ সালের ১৪ জুন রিয়েল উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি ও জাতীয় পার্টির নেতা নাসির ইউ মাহমুদ, তাঁর সহযোগী তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমসহ আরও চারজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমণি। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় এজাহারে।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৩ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১০ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৪ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৩৭ মিনিট আগে