নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিধনে ঢাকার দুই সিটিতে চলছে মশক নিধন অভিযান। আজ সোমবার মশক নিধন অভিযানের মশার লার্ভা পাওয়া যাওয়ায় দুই সিটির বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ৩০ লাখ টাকার বেশি জরিমানা আদায় করেছে।
যার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় জরিমানা আদায় করা হয়েছে ২৮ লাখ ৪০ হাজার টাকা। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় জরিমানা আদায় করা হয়েছে দুই লাখ ১৩ হাজার টাকা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে কারওয়ান বাজার এলাকায় চারটি সরকারি ভবনসহ পাঁচটি ভবন কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা করে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অন্য এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযানে আরও তিন লাখ ৪০ হাজার জরিমানা করা হয়েছে। ডিএনসিসির ডেঙ্গু বিরোধী অভিযান শুরু হয় সকাল ১১টায়। কারওয়ান বাজারের একুশে টিভি ভবনের (জাহাঙ্গীর টাওয়ার) আন্ডারগ্রাউন্ডে গাড়ির গ্যারেজে জমে থাকা পানিতে মশার লার্ভা দেখতে পান মেয়র আতিকুল ইসলাম।
এ সময় ভবন কর্তৃপক্ষ অফিস রুম তালা দিয়ে অন্যত্র চলে যায়। সেখানে মেয়রের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ। সেই তালাবদ্ধ কক্ষের ওপর নতুন করে আরেকটি তালা লাগিয়ে দেওয়া হয় এবং ভবন কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এরপরে পাশের পেট্রো বাংলা ভবনের বেসমেন্ট পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে নির্মাণাধীন ড্রেনে এডিস মশারলার্ভা পাওয়ায় পেট্রো বাংলাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে যমুনা অয়েল ভবন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবন ও বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) ভবনের গ্রাউন্ড ফ্লোরে মশার লার্ভা পাওয়ায় ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। এ সময় প্রথম আলো ও ঢাকা ওয়াসা ভবন পরিদর্শন করে মশার কোনো লার্ভা পাওয়া যায়নি।
অভিযান শেষে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, সরকারি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত হতাশার। আমাদের মন্ত্রণালয়ে মিটিং হয়। তখন আমরা সবাই কিন্তু বলেছি নিজ নিজ প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। দায়িত্ব পালন করবো। সবাই মুখে বলে কিন্তু বাস্তবে কেউ দায়িত্ব পালন করছে না।
ভবনে মশার লার্ভা পাওয়ায় বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, ‘আমাদের বেসমেন্টের নিচে ড্রেনের কাজ করা হচ্ছে। আমরা অনেক সতর্ক ছিলাম। যদি কাজ করা অবস্থায় এখানে মশার লার্ভা পাওয়া যায়, তাহলে তা ঠিকাদারের দোষ। তাই আমরা এই বিষয়টা চিহ্নিত করে আসল দোষ কার, তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।’
অন্যদিকে এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধানমন্ডি আই হাসপাতাল ও কনকর্ড নির্মাণাধীন ভবনসহ মোট ২৩টি স্থাপনাকে জরিমানা করা হয়েছে। ডিএসসিসির ৮ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ সময় মোট ২৩ মামলায় ২ লাখ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। ডেঙ্গু বিরোধী এই অভিযান পরিচালনা করা হয় ডিএসসিসির ধানমন্ডি, গোপীবাগ, জিগাতলা, বংশাল, মানিকনগর, স্বামীবাগ, মান্ডা, নতুন পাড়া, ডেমরা, রসুলপুর, কুতুবখালী, ধনিয়া ও যাত্রাবাড়ী এলাকায়।
ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিধনে ঢাকার দুই সিটিতে চলছে মশক নিধন অভিযান। আজ সোমবার মশক নিধন অভিযানের মশার লার্ভা পাওয়া যাওয়ায় দুই সিটির বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ৩০ লাখ টাকার বেশি জরিমানা আদায় করেছে।
যার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় জরিমানা আদায় করা হয়েছে ২৮ লাখ ৪০ হাজার টাকা। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় জরিমানা আদায় করা হয়েছে দুই লাখ ১৩ হাজার টাকা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে কারওয়ান বাজার এলাকায় চারটি সরকারি ভবনসহ পাঁচটি ভবন কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা করে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অন্য এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযানে আরও তিন লাখ ৪০ হাজার জরিমানা করা হয়েছে। ডিএনসিসির ডেঙ্গু বিরোধী অভিযান শুরু হয় সকাল ১১টায়। কারওয়ান বাজারের একুশে টিভি ভবনের (জাহাঙ্গীর টাওয়ার) আন্ডারগ্রাউন্ডে গাড়ির গ্যারেজে জমে থাকা পানিতে মশার লার্ভা দেখতে পান মেয়র আতিকুল ইসলাম।
এ সময় ভবন কর্তৃপক্ষ অফিস রুম তালা দিয়ে অন্যত্র চলে যায়। সেখানে মেয়রের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ। সেই তালাবদ্ধ কক্ষের ওপর নতুন করে আরেকটি তালা লাগিয়ে দেওয়া হয় এবং ভবন কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এরপরে পাশের পেট্রো বাংলা ভবনের বেসমেন্ট পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে নির্মাণাধীন ড্রেনে এডিস মশারলার্ভা পাওয়ায় পেট্রো বাংলাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে যমুনা অয়েল ভবন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবন ও বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) ভবনের গ্রাউন্ড ফ্লোরে মশার লার্ভা পাওয়ায় ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। এ সময় প্রথম আলো ও ঢাকা ওয়াসা ভবন পরিদর্শন করে মশার কোনো লার্ভা পাওয়া যায়নি।
অভিযান শেষে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, সরকারি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত হতাশার। আমাদের মন্ত্রণালয়ে মিটিং হয়। তখন আমরা সবাই কিন্তু বলেছি নিজ নিজ প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। দায়িত্ব পালন করবো। সবাই মুখে বলে কিন্তু বাস্তবে কেউ দায়িত্ব পালন করছে না।
ভবনে মশার লার্ভা পাওয়ায় বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, ‘আমাদের বেসমেন্টের নিচে ড্রেনের কাজ করা হচ্ছে। আমরা অনেক সতর্ক ছিলাম। যদি কাজ করা অবস্থায় এখানে মশার লার্ভা পাওয়া যায়, তাহলে তা ঠিকাদারের দোষ। তাই আমরা এই বিষয়টা চিহ্নিত করে আসল দোষ কার, তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।’
অন্যদিকে এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধানমন্ডি আই হাসপাতাল ও কনকর্ড নির্মাণাধীন ভবনসহ মোট ২৩টি স্থাপনাকে জরিমানা করা হয়েছে। ডিএসসিসির ৮ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ সময় মোট ২৩ মামলায় ২ লাখ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। ডেঙ্গু বিরোধী এই অভিযান পরিচালনা করা হয় ডিএসসিসির ধানমন্ডি, গোপীবাগ, জিগাতলা, বংশাল, মানিকনগর, স্বামীবাগ, মান্ডা, নতুন পাড়া, ডেমরা, রসুলপুর, কুতুবখালী, ধনিয়া ও যাত্রাবাড়ী এলাকায়।
নান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
৮ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
৯ ঘণ্টা আগেনীলফামারী ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নীলফামারী উত্তরা ইপিজেডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।
৯ ঘণ্টা আগে