Ajker Patrika

সাভারে বাবার লাঠির আঘাতে শিশুর মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৫: ৪৯
সাভারে বাবার লাঠির আঘাতে শিশুর মৃত্যু

ঢাকার সাভারে বাবার লাঠির আঘাতে এক বছরের শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্ত্রীকে লাঠি দিয়ে মারতে গেলে কোলে থাকা শিশুটির গায়ে লেগে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার শিশুটির মা বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার তালবাগে এ ঘটনা ঘটে। পরে রাতেই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। 

অভিযুক্ত আলমগীর (২৩) রংপুরের পীরগাছা উপজেলার দেবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় অ্যাম্বুলেন্সচালকের সহকারী। 

পুলিশ জানায়, গতকাল রাতে পারিবারিক কলহের জেরে ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। আলমগীর তাঁর স্ত্রী কল্পনাকে লাঠি দিয়ে মারতে থাকেন। এ সময় কোলে থাকা শিশু আলীফ লাঠির আঘাতে মাথা, ঘাড় ও মুখে আহত হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম রাসেল বলেন, লাঠির আঘাতে শিশুর মৃত্যুতে মায়ের অভিযোগের ভিত্তিতে বাবাকে আটক করা হয়েছে। পরে শিশুটির মা বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত