Ajker Patrika

শরীফ এনামুল কবিরকে ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োগের প্রচেষ্টা, প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৫: ০১
শরীফ এনামুল কবিরকে ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োগের প্রচেষ্টা, প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরকে ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োগে প্রচেষ্টার প্রতিবাদ জানিয়েছে ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’। গতকাল শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম।

বিবৃতিতে ৮১ জন প্রাক্তন শিক্ষার্থী সই করেছেন। বিবৃতিতে বলা হয়, ‘উত্তাল ছাত্র আন্দোলনের মুখে উপাচার্য নামের যে “গডফাদার” প্রায় এক যুগ আগে উপাচার্যের “মসনদ” থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, সেই শরীফ এনামুল কবিরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘ইমেরিটাস অধ্যাপক’ পদে সম্মানিত করার দুরভিসন্ধিমূলক পাঁয়তারা দেখে আমরা যারপরনাই বিস্মিত, লজ্জিত, বিব্রত ও আহত বোধ করছি।’

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় ‘ইমেরিটাস অধ্যাপক’ হিসেবে অধ্যাপক শরীফ এনামুল কবিরকে নিয়োগের সুপারিশ করা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করার কারিগর হিসেবে পরিচিত সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির। তাঁকে এমন একটি সম্মানজনক পদে নিয়োগের সুপারিশ করার অনৈতিক, হঠকারী ও লেজুড়বৃত্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিবৃতিতে জাবির প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, তাঁরা এ ধরনের অনৈতিক সিদ্ধান্তকে কোনোভাবেই সমর্থন জানাতে পারছেন না। তাঁদের দাবি, অধ্যাপক শরীফ এনামুল কবিরকে ইমেরিটাস অধ্যাপক নিয়োগের সুপারিশ অবিলম্বে বাতিল করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে এমন শিক্ষকদের নিয়োগের সুপারিশ করা হোক।

বিশ্ববিদ্যালয়ের প্রভাষক থেকে ইমেরিটাস অধ্যাপক—সব নিয়োগ প্রক্রিয়াকে দলীয়করণমুক্ত করে একাডেমিক যোগ্যতার ভিত্তিতে করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত