Ajker Patrika

৪ ঘণ্টা পর ঢাকা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুলাই ২০২২, ১৩: ০৭
৪ ঘণ্টা পর ঢাকা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর ঢাকা থেকে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ফলে ঢাকা থেকে ট্রেনগুলো স্বাভাবিকভাবে চলতে শুরু করেছে। 

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীদের আন্দোলনে ঢাকা থেকে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

কমলাপুর রেলস্টেশনে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজ বুধবার দুপুরে ট্রেন চলাচলের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা পৌনে ১টার দিকে কর্তৃপক্ষের অনুরোধে শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা আন্দোলন বাতিল করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিমানবন্দর রেল স্টেশনে খোঁজ নিয়ে জানা যায়, ট্রেনের টিকিট না পাওয়া ও টিকিট কালোবাজারির অভিযোগে আজ বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া একদল শিক্ষার্থী। পরে তাঁদের সঙ্গে সাধারণ যাত্রীরাও অংশ নেন। ফলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি। 

তবে ঢাকা থেকে ট্রেন চলাচল না করতে পারলেও এসময় সারা দেশে থেকে আসা ট্রেন ঢাকার কমলাপুর রেলস্টেশনে প্রবেশ করতে পেরেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত