সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন দেশের শিক্ষার্থীরা। একের পর এক কর্মসূচির পর আজ বৃহস্পতিবার দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ পালিত হচ্ছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বাধার মুখে পরে সরে যান তাঁরা।
আজ সকালে সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোডের শিমরাইল মোড়ে এমন ঘটনা ঘটেছে।
সরেজমিনে দেখা গেছে, শতাধিক শিক্ষার্থী কোটা সংস্কার দাবিতে বিভিন্ন স্লোগানে মহাসড়কে উঠে পড়েন। তাঁরা এক ঘণ্টার মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কে অবস্থান করেন। পরে পুলিশের কর্মকর্তারা তাঁদের বুঝিয়ে পাঠিয়ে দেন।
আন্দোলনরত শিক্ষার্থী পল্লব বলেন, ‘আমরা দাবি আদায়ের জন্য নেমেছি, কোনো প্রকার বিশৃঙ্খলা কররা জন্য না। ছাত্রলীগের পোলাপান শিমরাইলের বিভিন্ন স্থানে অবস্থান করছে। আমরা কাউকে ভয় করি না।’
আরেক শিক্ষার্থী শাওন বলেন, ‘আমাদের ভাইদের রক্ত ঝরেছে। আমরা তার বিচার চাই। আমরা যৌক্তিক আন্দোলন করছি। আমরা রাজাকার নই, আমরা স্টুডেন্ট।’
মহাসড়কে অবস্থানরত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, ‘কোমলমতি শিক্ষার্থীরা সড়কে নেমেছিল। আমরা তাদের বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক। আমরা সড়কে রয়েছি।’
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন দেশের শিক্ষার্থীরা। একের পর এক কর্মসূচির পর আজ বৃহস্পতিবার দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ পালিত হচ্ছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বাধার মুখে পরে সরে যান তাঁরা।
আজ সকালে সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোডের শিমরাইল মোড়ে এমন ঘটনা ঘটেছে।
সরেজমিনে দেখা গেছে, শতাধিক শিক্ষার্থী কোটা সংস্কার দাবিতে বিভিন্ন স্লোগানে মহাসড়কে উঠে পড়েন। তাঁরা এক ঘণ্টার মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কে অবস্থান করেন। পরে পুলিশের কর্মকর্তারা তাঁদের বুঝিয়ে পাঠিয়ে দেন।
আন্দোলনরত শিক্ষার্থী পল্লব বলেন, ‘আমরা দাবি আদায়ের জন্য নেমেছি, কোনো প্রকার বিশৃঙ্খলা কররা জন্য না। ছাত্রলীগের পোলাপান শিমরাইলের বিভিন্ন স্থানে অবস্থান করছে। আমরা কাউকে ভয় করি না।’
আরেক শিক্ষার্থী শাওন বলেন, ‘আমাদের ভাইদের রক্ত ঝরেছে। আমরা তার বিচার চাই। আমরা যৌক্তিক আন্দোলন করছি। আমরা রাজাকার নই, আমরা স্টুডেন্ট।’
মহাসড়কে অবস্থানরত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, ‘কোমলমতি শিক্ষার্থীরা সড়কে নেমেছিল। আমরা তাদের বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক। আমরা সড়কে রয়েছি।’
মৌলভীবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নানা সীমাবদ্ধতায় শিক্ষাব্যবস্থা বেহাল রূপ ধারণ করেছে। শিক্ষক, শ্রেণিকক্ষ ও আসবাবের সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি নামকাওয়াস্তে। খাতাপত্রে শিক্ষার্থীদের উপস্থিতি দেখালেও বাস্তব চিত্র ভিন্ন।
৪ ঘণ্টা আগেতিস্তা সেচ প্রকল্পের পানি ব্যবহারের জন্য কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সেচনালা সংস্কারের অজুহাত ও সরকার নির্ধারিত সেচমূল্য না জানার অজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় সেচ সমিতি এই বাড়তি টাকা আদায় করছে। এ ছাড়া পানি না পাওয়া ও অসময়ে অতিরিক্ত পানি পাওয়ার অভিযোগ...
৪ ঘণ্টা আগেসোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
৬ ঘণ্টা আগেঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি রিকশা ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
৭ ঘণ্টা আগে