Ajker Patrika

আওয়ামী লীগ দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়ে গেছে: খায়রুল কবির

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ২২: ৪৬
আওয়ামী লীগ দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়ে গেছে: খায়রুল কবির

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘আওয়ামী লীগ দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়ে গেছে। এ কারণে বাংলাদেশ উন্নয়ন বঞ্চিত হয়েছে। কারণ, তারা লুটপাট করে এ দেশের জনগণের টাকা দিয়ে বিদেশে বেগমপাড়া করেছে। তারা সুইস ব্যাংকে টাকা রেখেছে। ১৮ লাখ কোটি টাকা শেখ হাসিনা বিদেশে পাচার করেছে।’ 

আজ শনিবার নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুর-কাজিরকান্দি ঈদগাহ মাঠে বিএনপির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

খায়রুল কবির খোকন বলেন, ‘আওয়ামী লীগের পুনর্জন্মদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকশাল, একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে আওয়ামী লীগের কবর রচনা হয়েছিল। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, সংবাদপত্রের বাকস্বাধীনতা দিয়েছিলেন, তিনি সব দলের স্বাধীনতা দিয়েছিলেন।’ 

তিনি আরও বলেন, ‘আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। এ দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। খুনি ও লুটপাটকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না। তাই দেশের সর্বত্র এই দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছে।’ 

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক  শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন সরকার, সদস্যসচিব আব্দুল কাইয়ুম সরকার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ইলিয়াছ আলী ভুইয়া, সাবেক জিএস এস এম শরীফ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত