Ajker Patrika

শহীদ তাজউদ্দীন হাসপাতালে কারাবন্দী শাহরিয়ার কবিরের ডাক্তারি পরীক্ষা

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৭: ২২
শহীদ তাজউদ্দীন হাসপাতালে কারাবন্দী শাহরিয়ার কবিরের ডাক্তারি পরীক্ষা। ছবি: আজকের পত্রিকা
শহীদ তাজউদ্দীন হাসপাতালে কারাবন্দী শাহরিয়ার কবিরের ডাক্তারি পরীক্ষা। ছবি: আজকের পত্রিকা

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ’৭১–এর ঘাতক-দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরের মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে। কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে আজ শনিবার তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় এক ঘণ্টা শারীরিক পরীক্ষা–নিরীক্ষার পর তাঁকে পুনরায় কারাগারে ফেরত পাঠানো হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাহাঙ্গীর আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, আজ তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে একটি কারা অ্যাম্বুলেন্সে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে তাঁকে হাসপাতালের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহরিয়ার কবিরকে নিয়ে কারা অ্যাম্বুলেন্স দুপুরের কিছু আগে হাসপাতালে পৌঁছে। পরে তাঁকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে একটি হুইলচেয়ারে লিফটে করে তিনতলায় উপপরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর পরনে প্যান্ট, পাঞ্জাবি, শরীরে একটি জ্যাকেট ও মাথায় হেলমেট পরানো ছিল। এ সময় চারপাশে কারারক্ষী, পুলিশ ও বিপুলসংখ্যক আনসার সদস্য ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিরাপত্তার স্বার্থে তাঁকে হাসপাতালে পাঠানোর বিষয়টি আগেই জানায় কারা কর্তৃপক্ষ। সে অনুযায়ী শাহরিয়ার কবিরকে নিয়ে কারা অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছালে তাঁকে সরাসরি হাসপাতালের উপপরিচালকের অফিস কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর বিভিন্ন পরীক্ষা করা হয়। হাসপাতালের হৃদ্‌রোগ, মেডিসিন, অর্থোপেডিকস বিভাগের চিকিৎসকেরা তাঁর পরীক্ষা করেন। পরে তাঁর কিছু মেডিকেল টেস্ট করানো হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এর একটি দায়িত্বশীল সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শাহরিয়ার কবিরের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে। এসব বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।’ তবে সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম হাসপাতালে পাঠানোর বিষয়টি স্বীকার করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি।

শহীদ তাজউদ্দীন হাসপাতালে কারাবন্দী শাহরিয়ার কবিরের ডাক্তারি পরীক্ষা। ছবি: আজকের পত্রিকা
শহীদ তাজউদ্দীন হাসপাতালে কারাবন্দী শাহরিয়ার কবিরের ডাক্তারি পরীক্ষা। ছবি: আজকের পত্রিকা

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘শাহরিয়ার কবিরকে রুটিন চেকআপ করানোর জন্য হাসপাতালে আনা হয়। আমরা কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক সমন্বয়ে তাঁর শারীরিক পরীক্ষা করি। কিছু টেস্ট করা হয়। তিনি বয়সজনিত বিভিন্ন রোগে ভুগছেন, তবে জটিল কোনো সমস্যা নেই। আমরা আজকে একটি ব্যবস্থাপত্র দিয়েছি। রোববার রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই করে প্রয়োজন হলে আবারও ব্যবস্থাপত্র দেওয়া হবে।’

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত ১২টার দিকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে কয়েক দফা রিমান্ড শেষে তাঁকে আদালতের নির্দেশে প্রথমে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে প্রথমে গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরে তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এ স্থানান্তর করা হয়। এখানেই তিনি বর্তমানে বন্দী আছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অভিযোগ দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত