Ajker Patrika

নিজ আঙিনা পরিষ্কার করলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুন ২০২২, ১৯: ৪৩
নিজ আঙিনা পরিষ্কার করলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

‘আপনার শহর পরিষ্কার রাখুন। আপনার বাসা, চারপাশ আপনি পরিষ্কার রাখুন’—এই স্লোগান হৃদয়ে ধারণ করে পুরান ঢাকার আজিমপুর সরকারি কলোনির বি-জোনের বাসিন্দারা নিজ নিজ আঙিনা পরিষ্কার করেছেন। এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সরকারের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁরা নিজেদের বাড়ির আঙিনা পরিষ্কার করেন। 

‘উই আর ইউনাইটেড’ সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন, জোন-বি, ‘পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান’ ব্যানারে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব আ ন ম আজিজুল হক, যুগ্ম সচিব (অব.) ড. শ্যামা প্রসাদ বেপারি, আলহাজ নাজমুল ইসলাম লিটন, কৃষিবিদ সুব্রত কুমার দাস। সার্বিক তত্ত্বাবধান করেছেন উই আর ইউনাইটেড আজিমপুর জোন-বি এর স্বেচ্ছাসেবক ও নেতারা। এ কাজে একাত্মতা প্রকাশ ও সার্বিক সহযোগিতা করেছেন আজিমপুর জোন-বি এর তরুণ সংঘ, অডিট-অ্যাকাউন্ট পরিবার নামক স্বেচ্ছাসেবী সংগঠন। 

জুন থেকে অক্টোবর পর্যন্ত এডিস মশার উপদ্রব বাড়ে। এডিসের কামড়ে ডেঙ্গু রোগ হয়। ডেঙ্গুর বিস্তার রোধে মানুষের মধ্যে সচেতনতা তৈরি ও নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে নামেন। 

আজিমপুর বি-জোনে ২০ তলাবিশিষ্ট ২৩টি বহুতল ভবন রয়েছে। সেখানে সরকারের ঊর্ধ্বতন থেকে শুরু করে নিম্নস্তরের কর্মকর্তা-কর্মচারীরা বসবাস করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত