নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী মঞ্চ-এর উদ্যোগে আজ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদী নারী সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জোবায়দা পারভীন। বক্তব্য রাখেন, নারী মঞ্চের কেন্দ্রীয় নেত্রী মুর্শিদা আখতার নাহার, শিউলী শিকদার, শেখ সাহানাজ, সাহানা ফেরদৌসি লাকী, অ্যাডভোকেট ইশরাত জাহান, জোছনা আক্তার ও মমতাজ বেগম।
নারী নেত্রীরা বলেন, মুরাদনগরে যে নারকীয় ঘটনা ঘটেছে তা শুধু একজন নারীর ওপর নির্যাতন নয়, এটি গোটা নারী সমাজের মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। ঘরের দরজা ভেঙে রাতের আঁধারে একজন সংখ্যালঘু নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও তা ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেওয়া, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দেশে নারীর প্রতি সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের একটি ধারাবাহিকতা।
তারা বলেন, ওই নারী একবার ধর্ষণের শিকার হয়েছেন, আবার ভিডিও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সামাজিকভাবে দ্বিতীয়বার ধর্ষিত হয়েছেন। এ ধরনের ঘটনা নারীদের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে, যার প্রভাব পড়ছে কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গনে এবং নারীর জনজীবনে।
নেতৃবৃন্দ বলেন, গত বছর ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে মানুষ আশাবাদী হয়েছিল যে দেশে বৈষম্য, নিপীড়ন ও সহিংসতার অবসান ঘটবে। কিন্তু বাস্তবে বিগত ১০ মাসে কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি, বরং নারী ও সংখ্যালঘুবিরোধী অপরাধ বেড়েছে।
তারা বলেন, ধর্ষণের মতো অপরাধে রাষ্ট্রের নীরবতা উদ্বেগজনক। মুরাদনগর ঘটনার দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এসব অপরাধ বাড়তেই থাকবে। পাশাপাশি তারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাঙচুর, জমি দখল ও সামাজিক নিপীড়ন বন্ধে সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে শেষ হয়।
কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী মঞ্চ-এর উদ্যোগে আজ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদী নারী সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জোবায়দা পারভীন। বক্তব্য রাখেন, নারী মঞ্চের কেন্দ্রীয় নেত্রী মুর্শিদা আখতার নাহার, শিউলী শিকদার, শেখ সাহানাজ, সাহানা ফেরদৌসি লাকী, অ্যাডভোকেট ইশরাত জাহান, জোছনা আক্তার ও মমতাজ বেগম।
নারী নেত্রীরা বলেন, মুরাদনগরে যে নারকীয় ঘটনা ঘটেছে তা শুধু একজন নারীর ওপর নির্যাতন নয়, এটি গোটা নারী সমাজের মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। ঘরের দরজা ভেঙে রাতের আঁধারে একজন সংখ্যালঘু নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও তা ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেওয়া, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দেশে নারীর প্রতি সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের একটি ধারাবাহিকতা।
তারা বলেন, ওই নারী একবার ধর্ষণের শিকার হয়েছেন, আবার ভিডিও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সামাজিকভাবে দ্বিতীয়বার ধর্ষিত হয়েছেন। এ ধরনের ঘটনা নারীদের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে, যার প্রভাব পড়ছে কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গনে এবং নারীর জনজীবনে।
নেতৃবৃন্দ বলেন, গত বছর ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে মানুষ আশাবাদী হয়েছিল যে দেশে বৈষম্য, নিপীড়ন ও সহিংসতার অবসান ঘটবে। কিন্তু বাস্তবে বিগত ১০ মাসে কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি, বরং নারী ও সংখ্যালঘুবিরোধী অপরাধ বেড়েছে।
তারা বলেন, ধর্ষণের মতো অপরাধে রাষ্ট্রের নীরবতা উদ্বেগজনক। মুরাদনগর ঘটনার দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এসব অপরাধ বাড়তেই থাকবে। পাশাপাশি তারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাঙচুর, জমি দখল ও সামাজিক নিপীড়ন বন্ধে সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে শেষ হয়।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
২ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে