Ajker Patrika

বাড্ডায় শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

ঢামেক প্রতিবেদক
বাড্ডায় শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর বাড্ডার আনন্দনগর এলাকার একটি বাসায় এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম হোসনে আরা মীম (১৭)। পরিবারের দাবি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

মীমের পরিবারের সদস্যরা জানান, আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড্ডা আনন্দনগরের বাসায় গলায় ফাঁস দেয় ওই শিক্ষার্থী। দেখতে পেয়ে পরিবারের লোকজন মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে বাড্ডা থানা–পুলিশ খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে। বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

হাসপাতালে নিহত শিক্ষার্থীর খালু মো. বকুল মিয়া জানান, বাড্ডা দক্ষিণ আনন্দনগরে তাঁদের নিজেদের বাসা। মীমের বাবা মো. জালাল হোসেন নিরাপত্তাকর্মী। মা শান্তি বেগম স্থানীয় একটি স্কুলে আয়ার কাজ করেন। পরিবারের সঙ্গে তিনতলা বাসার তৃতীয় তলায় থাকত মীম। বাড্ডার রাজধানী আইডিয়াল স্কুল থেকে এবার এসএসসি পাশ করে মীম। দুই ভাই দুই বোনের মধ্যে মীম ছিল বড়। 

তিনি আরও জানান, মীম সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভর্তির ইচ্ছা প্রকাশ করে। কিন্তু মীমের বাবা তাকে ইম্পেরিয়াল কলেজে ভর্তি হতে বলে। এ বিষয় নিয়ে বাবার সঙ্গে মনমানিল্য হয় মীমের। এই কারণে মীম তার বাবার সঙ্গে অভিমান করে বাসায় ফ্যানে ওড়না বেঁধে গলায় ফাঁস দেয়। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে মুগদা হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে বিস্তারিত এখনো জানতে পারিনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত