Ajker Patrika

এক দশকে দশটি প্রকল্প বাস্তবায়ন করেছে রাজউক: গণপূর্ত প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক দশকে দশটি প্রকল্প বাস্তবায়ন করেছে রাজউক: গণপূর্ত প্রতিমন্ত্রী

‘গত এক দশকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) দশটি প্রকল্প বাস্তবায়ন করেছে। এ ছাড়া বর্তমানে ১২টি প্রকল্প বাস্তবায়ন করছে রাজউক।’ আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। 

মন্ত্রী জানান, রাজউকের বাস্তবায়ন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কুড়িল মোড়ে ফ্লাইওভার নির্মাণ; বিজয় সরণি হতে পূর্ব দিকে তেজগাঁও শিল্প এলাকা পর্যন্ত সড়ক সম্প্রসারণ প্রকল্প; গুলশান অ্যাপার্টমেন্ট প্রকল্প; রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স কাম-কার পার্কিং নির্মাণকাজ (গুলশান) প্রকল্প; ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান এলাকার জন্য বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) (২০১০-১৫) তৈরি করা। 

এ ছাড়া ঝিলমিল আবাসিক প্রকল্প (ফেজ-১); বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল সমন্বিত উন্নয়ন শীর্ষক প্রকল্পের ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন মালিকদের পুনর্বাসন ও বিক্রয়ের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ; বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প ও হাতিরঝিল প্রকল্পের দূষিত পানি পরিশোধন প্রকল্প বাস্তবায়ন করা হয়।

মন্ত্রী জানান, এ ছাড়া বর্তমানে ১২টি বাস্তবায়নাধীন প্রকল্পগুলো হলো-গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্প; কুড়িল পূর্বাচল লিংক রোডের উভয় পার্শ্বে (কুড়িল হতে বালু নদী পর্যন্ত) ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন প্রকল্প; আরবান রিজিলিয়েন্স প্রকল্প; মাদানী অ্যাভিনিউ হতে বালু নদী পর্যন্ত মেজর রোড; সম্প্রসারণ ও বালু নদী হতে শীতলক্ষ্যা নদী পর্যন্ত মেজর রোড নির্মাণ প্রকল্প; পূর্বাচল নতুন শহর (ইউসুফগঞ্জ) প্রকল্প; উত্তরা আদর্শ শহর (৩য় পর্ব) নির্মাণ প্রকল্প। 

ঢাকার উত্তরার ১৮ নম্বর সেক্টরে নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জন্য অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ; ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকার আবাসিক ও বাণিজ্যিক অবকাঠামোর উন্নয়ন প্রকল্প; ঢাকার গুলশান, মোহাম্মদপুর, লালমাটিয়া ও ধানমন্ডি এলাকায় ৯টি পরিত্যক্ত বাড়িতে বহুতল ভবন নির্মাণ প্রকল্প; উত্তরা লেক উন্নয়ন প্রকল্প; ঝিলমিল রেসিডেন্সিয়াল পার্ক ও পূর্বাচলে নতুন শহর প্রকল্পের পানিবণ্টন ও সরবরাহ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত