Ajker Patrika

তারেক মাসুদের মৃত্যু: ক্ষতিপূরণ নিয়ে আপিল শুনানি ৯ জানুয়ারি পর্যন্ত মূলতবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২০: ১৪
তারেক মাসুদের মৃত্যু: ক্ষতিপূরণ নিয়ে আপিল শুনানি ৯ জানুয়ারি পর্যন্ত মূলতবি 

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি আগামী ৯ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে তারেক মাসুদের পরিবারের পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী শিকদার।

রমজান আলী শিকদার আদালতে বলেন, তারেক মাসুদের পরিবারের পক্ষে এর আগে আইনজীবী সারা হোসেন শুনানি করেছেন। তিনি এখন দেশের বাইরে আছেন। পরে আদালত ৯ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন। 

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ ও মিশুক মুনীর। ওই ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের পরিবার মানিকগঞ্জ জেলা জজ আদালতে মোটরযান অধ্যাদেশ অনুযায়ী বাসমালিক, চালক ও ইনস্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে পৃথক মামলা করে। পরবর্তীতে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা দুটি হাইকোর্টে আসে। 

তারেক মাসুদের পরিবারের করা ক্ষতিপূরণ মামলায় ২০১৭ সালের ৩ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। রায়ে তারেক মাসুদের পরিবারকে ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। রায়ের পর বাসমালিক ও বাদীপক্ষ ২০১৯ সালে আপিল বিভাগে পৃথক আপিল করে। এ ছাড়া মিশুক মুনীরের পরিবারের পক্ষ থেকে করা ক্ষতিপূরণ মামলাটি হাইকোর্টে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত