Ajker Patrika

ছাত্রদলের নেতা চাপাতি দিয়ে কুপিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ২০: ১৫
ছাত্রদলের নেতা চাপাতি দিয়ে কুপিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির সমাবেশে ছাত্রদলের নেতা চাপাতি দিয়ে কুপিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার (২৮ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তবে সেই ছাত্রদল নেতার পরিচয় সম্পর্কে কিছু জানাননি মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এক পুলিশ সদস্যকে নৃশংসভাবে ছাত্রদলের নেতা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সূত্রপাত হয়েছে আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিল সেই মিছিলে বিএনপি অ্যাটাক করেছে। তারা প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করেছে। বিএনপির নেতা-কর্মীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। তখন পুলিশ যা করণীয় তা করেছে।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করে বলেন, ‘তাদের (বিএনপির) আগে থেকেই এসব পরিকল্পনা ছিল চৌদ্দ সালের (২০১৪ সাল) মতো। তারা রাজারবাগ পুলিশ লাইন হসপিটালসহ পুলিশের অনেক ছোটখাটো স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে।’ 

আগামীকাল রোববার বিএনপির হরতাল শক্তভাবে দমন করা হবে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘কাল তারা হরতাল ডেকেছে। তারা যদি গাড়িতে ভাঙচুর করে, আগুন ধরায়, তাহলে শক্ত হাতে দমন করা হবে।’ 

উল্লেখ্য, বিএনপির সঙ্গে ক্ষমতাসীন দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের মধ্যে রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে হামলার শিকার হয়ে আমিনুল পারভেজ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত