Ajker Patrika

রাজধানীতে পৃথক স্থান থেকে দুজনের মৃতদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৬: ৩৩
রাজধানীতে পৃথক স্থান থেকে দুজনের মৃতদেহ উদ্ধার

রাজধানীতে পৃথক স্থান থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে পুরানা পল্টন  বাইতুল খায়ের ভবনের সামনে থেকে সুনীল রায় (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল নতুন ভবনের পাশ থেকে অজ্ঞাত (২৫) বছরের আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হাসান খান জানান, ‘খবর পেয়ে সকালে বায়তুল খায়ের ভবনের সামনে সিঁড়ি থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, গত রাত থেকেই ওই ব্যক্তি সেখানে ঘুমিয়ে ছিলেন। সকালে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন থানায় খবর দেয়।’ 

এসআই আরও জানান, মৃতের সঙ্গে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে তাঁর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। স্বজনেরা জানিয়েছেন, তাঁর নাম সুনীল রায়। বাবার নাম অরুণ রায়। বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলায়। তবে ঢাকায় বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। মাঝেমধ্যে হকারিও করতেন। অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আলী জানান, ঢামেকের পাশে পাওয়া লাশের বিষয়ে জানা গেছে, ওই যুবক ভবঘুরে ও মাদকাসক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। হাসপাতালের আশপাশেই ঘোরাফেরা করতেন তিনি। সকালে হাসপাতালের নতুন ভবনের সামনে সিঁড়ির পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাঁর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত