ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সমাবেশস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
জুলাই পদযাত্রা উপলক্ষে শহরের জনতা ব্যাংকের মোড়ে মঞ্চ তৈরি করা হয়েছে। সকাল থেকেই সেখানে নেতা–কর্মীরা অবস্থান করছেন। এই মঞ্চে দুপুরের দিকে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা। এতে সভাপতিত্ব করবেন জেলা শাখার প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলা।
এনসিপির জেলা শাখার যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপালগঞ্জে হামলার পর পূর্বনির্ধারিত সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে খুলনা থেকে নেতারা গাড়িবহর নিয়ে রওনা হয়েছেন। দুপুর ১২টার দিকে পৌঁছানোর কথা রয়েছে। তাঁরা এসে সার্কিট হাউসে অবস্থান করবেন এবং সেখান থেকে পদযাত্রা বের করে সমাবেশস্থলে এসে বক্তব্য দেবেন। পরে জেলা পার্টি অফিস উদ্বোধন, আলীপুর গোরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে কথা বলবেন।
এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা প্রমুখ অংশগ্রহণ করবেন। তাঁদের সঙ্গে ১৬০ জন নেতা-কর্মী উপস্থিত থাকবেন।
এদিকে শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনীকে সাজোয়া যান নিয়ে টহল দিতে দেখা যায়। এ ছাড়া মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এনসিপির পদযাত্রা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তাবলয়ে ঢেকে রাখা হয়েছে। সমাবেশস্থলের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ শতাধিক ফোর্স মোতায়েন রয়েছে। এ ছাড়া পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
পুলিশ সুপার মো. আব্দুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘এনসিপির পদযাত্রা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় থাকবে।’
ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সমাবেশস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
জুলাই পদযাত্রা উপলক্ষে শহরের জনতা ব্যাংকের মোড়ে মঞ্চ তৈরি করা হয়েছে। সকাল থেকেই সেখানে নেতা–কর্মীরা অবস্থান করছেন। এই মঞ্চে দুপুরের দিকে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা। এতে সভাপতিত্ব করবেন জেলা শাখার প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলা।
এনসিপির জেলা শাখার যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপালগঞ্জে হামলার পর পূর্বনির্ধারিত সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে খুলনা থেকে নেতারা গাড়িবহর নিয়ে রওনা হয়েছেন। দুপুর ১২টার দিকে পৌঁছানোর কথা রয়েছে। তাঁরা এসে সার্কিট হাউসে অবস্থান করবেন এবং সেখান থেকে পদযাত্রা বের করে সমাবেশস্থলে এসে বক্তব্য দেবেন। পরে জেলা পার্টি অফিস উদ্বোধন, আলীপুর গোরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে কথা বলবেন।
এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা প্রমুখ অংশগ্রহণ করবেন। তাঁদের সঙ্গে ১৬০ জন নেতা-কর্মী উপস্থিত থাকবেন।
এদিকে শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনীকে সাজোয়া যান নিয়ে টহল দিতে দেখা যায়। এ ছাড়া মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এনসিপির পদযাত্রা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তাবলয়ে ঢেকে রাখা হয়েছে। সমাবেশস্থলের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ শতাধিক ফোর্স মোতায়েন রয়েছে। এ ছাড়া পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
পুলিশ সুপার মো. আব্দুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘এনসিপির পদযাত্রা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় থাকবে।’
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৩৬ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগে