Ajker Patrika

বিএনপি নেতা দুলুর জামিন বহাল রেখেছেন চেম্বার বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি নেতা দুলুর জামিন বহাল রেখেছেন চেম্বার বিচারপতি

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। নাশকতার অভিযোগে পুলিশ এই মামলা করে। 

রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে হাইকোর্টের দেওয়া জামিন আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম বহাল রাখেন। এতে দুলুর মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী এইচ এম সানজীদ সিদ্দিকী। 

এর আগে গতকাল রোববার হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন। 

গত ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে দুলুকে গুলশানের বাসা থেকে তুলে নিয়ে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সকালে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। 

১৮ অক্টোবর পুলিশ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে শুনানি হয়। আইনজীবীদের শুনানির একপর্যায়ে দুলু আদালতের কাছে কথা বলার অনুমতি চান। আদালত অনুমতি দেওয়ার পর দুলু বলেন, ‘আমি অসুস্থ। ক্যানসারের রোগী। চিকিৎসক বলেছেন চার বছর বাঁচবেন। এরমধ্যে এক বছর পার হয়েছে।’ 

দুলু আদালতকে আরও বলেন, ‘প্রতিমাসে একবার কেমোথেরাপি নেন। ওই কেমোথেরাপি আমেরিকা থেকে আনতে হয়। টাকা না থাকার কারণে গত মাসে আমেরিকা থেকে কেমোথেরাপি আসেনি। এ কারণে নিতে পারেননি। এখন এসেছে। কিন্তু কেমোথেরাপির নেওয়া অনেক খরচের বিষয়। তার কাছে টাকা নেই। তাই নেওয়া হচ্ছে না। এক সপ্তাহের মধ্যে তাকে কেমোথেরাপি নিতে হবে।’ 

আইনজীবীরা তখন বলেন, একজন মৃত্যু পথযাত্রীকে কারাগারে পাঠানো ঠিক হবে না। এ ছাড়াও এই মামলাটা মিথ্যা এবং ভিত্তিহীন। প্রকৃতপক্ষে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি করার জন্য পুলিশ এই মামলা সৃষ্টি করেছে। দুলুসহ সব আসামিদের জামিন চান আইনজীবীরা। অন্যান্য আসামিদের রিমান্ডের বিষয়ে আইনজীবীরা বলেন, ‘একটা মিথ্যা ও ভিত্তিহীন মামলায় রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।’ 

রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন আদালতে বাড্ডা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. রাকিব। 

পরে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত