Ajker Patrika

রেস্তোরাঁয় বসা নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হন কলেজছাত্র আলভী, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আলভী হত্যাকাণ্ডের ঘটনায় ধানমন্ডি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত
আলভী হত্যাকাণ্ডের ঘটনায় ধানমন্ডি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকায় পূর্বশত্রুতার জেরে ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আলভী হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রায়হান (২০), মো. হাবিবুর রহমান মুন্না (২৬), সমতি পাল (২৩) ও কাউসার (২১)।

আজ ‎বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এসব তথ্য জানান।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি লেকের বাগানবাড়ি এলাকায় একটি রেস্তোরাঁয় চেয়ারে বসা নিয়ে নিহত আলভী ও তাঁর বন্ধুদের সঙ্গে আসামি হাসানসহ কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়। পরে তাঁরা পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটান।

ডিসি মাসুদ আলম জানান, নিহত সামিউর রহমান খান আলভী হাজারীবাগ থানার মনেশ্বর রোডে পরিবারের সঙ্গে থাকতেন এবং ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত শুক্রবার আলভী ও তাঁর তিন বন্ধু আশরাফুল ইসলাম, জাকারিয়া ও ইসমাইল হোসেন ধানমন্ডি লেকপাড়ের একটি রেস্টুরেন্টে অবস্থান করছিলেন। এ সময় গ্রেপ্তার ব্যক্তিরাসহ অজ্ঞাতনামা কয়েকজন তাঁদের কৌশলে হাজারীবাগ থানার জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। তাঁরা আলভী ও তাঁর বন্ধুদের শরীরের বিভিন্ন স্থানে ছুরি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন।

আলভীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আলভীর তিন বন্ধু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আলভীর বাবা মশিউর রহমান খানের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি মামলা রুজু করা হয়।

ডিসি আরও জানান, আসামিরা আলভীকে পূর্বশত্রুতার জেরে হত্যা করার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বিএনপি নেতা

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

৪ ধরনের শৃঙ্খলাভঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি চাকরিচ্যুতি

বদলে গেল স্কুল-কলেজের শপথ, বাদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা

শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত