নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকায় পূর্বশত্রুতার জেরে ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আলভী হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রায়হান (২০), মো. হাবিবুর রহমান মুন্না (২৬), সমতি পাল (২৩) ও কাউসার (২১)।
আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এসব তথ্য জানান।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি লেকের বাগানবাড়ি এলাকায় একটি রেস্তোরাঁয় চেয়ারে বসা নিয়ে নিহত আলভী ও তাঁর বন্ধুদের সঙ্গে আসামি হাসানসহ কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। পরে তাঁরা পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটান।
ডিসি মাসুদ আলম জানান, নিহত সামিউর রহমান খান আলভী হাজারীবাগ থানার মনেশ্বর রোডে পরিবারের সঙ্গে থাকতেন এবং ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত শুক্রবার আলভী ও তাঁর তিন বন্ধু আশরাফুল ইসলাম, জাকারিয়া ও ইসমাইল হোসেন ধানমন্ডি লেকপাড়ের একটি রেস্টুরেন্টে অবস্থান করছিলেন। এ সময় গ্রেপ্তার ব্যক্তিরাসহ অজ্ঞাতনামা কয়েকজন তাঁদের কৌশলে হাজারীবাগ থানার জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। তাঁরা আলভী ও তাঁর বন্ধুদের শরীরের বিভিন্ন স্থানে ছুরি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন।
আলভীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আলভীর তিন বন্ধু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আলভীর বাবা মশিউর রহমান খানের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি মামলা রুজু করা হয়।
ডিসি আরও জানান, আসামিরা আলভীকে পূর্বশত্রুতার জেরে হত্যা করার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকায় পূর্বশত্রুতার জেরে ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আলভী হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রায়হান (২০), মো. হাবিবুর রহমান মুন্না (২৬), সমতি পাল (২৩) ও কাউসার (২১)।
আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এসব তথ্য জানান।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি লেকের বাগানবাড়ি এলাকায় একটি রেস্তোরাঁয় চেয়ারে বসা নিয়ে নিহত আলভী ও তাঁর বন্ধুদের সঙ্গে আসামি হাসানসহ কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। পরে তাঁরা পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটান।
ডিসি মাসুদ আলম জানান, নিহত সামিউর রহমান খান আলভী হাজারীবাগ থানার মনেশ্বর রোডে পরিবারের সঙ্গে থাকতেন এবং ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত শুক্রবার আলভী ও তাঁর তিন বন্ধু আশরাফুল ইসলাম, জাকারিয়া ও ইসমাইল হোসেন ধানমন্ডি লেকপাড়ের একটি রেস্টুরেন্টে অবস্থান করছিলেন। এ সময় গ্রেপ্তার ব্যক্তিরাসহ অজ্ঞাতনামা কয়েকজন তাঁদের কৌশলে হাজারীবাগ থানার জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। তাঁরা আলভী ও তাঁর বন্ধুদের শরীরের বিভিন্ন স্থানে ছুরি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন।
আলভীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আলভীর তিন বন্ধু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আলভীর বাবা মশিউর রহমান খানের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি মামলা রুজু করা হয়।
ডিসি আরও জানান, আসামিরা আলভীকে পূর্বশত্রুতার জেরে হত্যা করার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আবারও বসতে যাচ্ছে ‘পাখিদের বিধানসভা’। ইরানি সুফি কবি ও দার্শনিক ফরিদ উদ্দিন আত্তারের ‘মানতিকুত তোয়ায়ের’ অবলম্বনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ প্রযোজিত নাটকটি ২২ ও ২৩ মে প্রদর্শিত হবে।
৩০ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ শিক্ষার্থীকে বহিষ্কারের বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ছয়জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং তিনজনের ছয় মাসের বহিষ্কারাদেশ বহাল রাখা হয়েছে। এ ঘটনায় স্থায়ী বহিষ্কৃত হওয়া আইন বিভাগের শিক্ষার্থী আফসানা এনায়েত এমির বহিষ্কার বহাল থাকছে।
১ ঘণ্টা আগেআলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১১৮ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ৮ জুলাই। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এই তারিখ ধার্য করেন। বুধবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা পিবিআই প্রতিবেদন
১ ঘণ্টা আগে