Ajker Patrika

হরিরামপুরে পদ্মা থেকে বালু লুট, বিএনপির দুই নেতাসহ আটক ২৪

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি  
আপডেট : ২৭ মে ২০২৫, ১৫: ৫৭
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে ২৪ জনকে আটক করেছে কোস্টগার্ড। তাঁদের মধ্যে দুজন বিএনপির নেতা রয়েছেন। আজ মঙ্গলবার ভোরে পদ্মার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে কোস্টগার্ড ঢাকা অঞ্চল।

আটকের বিষয়টি কোস্ট গার্ড সদর দপ্তরের (মিডিয়া) লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ নিশ্চিত করেছেন।

জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আযম ও সুতালড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিন্টুও রয়েছেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান বলেন, ‘২৪ জনকে আটকের পর তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আশরাফ আজকের পত্রিকা'কে বলেন, পদ্মার ধূলসুরা ও ইবরাহিমপুর ইলিশা পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। ভোরের দিকে অভিযান চালিয়ে পাঁচটি ড্রেজার, তিনটি বাল্কহেড ও ৮৫ হাজার টাকা জব্দ করে কোস্টগার্ড। আটক ২৪ জনের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা হচ্ছে।

হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধা বলেন, ‘অবৈধ বালু তোলার সঙ্গে বিএনপির কেউ জড়িত নন। ২৪ জনকে আটকের বিষয়টি শুনেছি। তবে অবৈধ কাজে যদি বিএনপির কেউ জড়িত থাকেন, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসক নিয়োগ: ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে কাল

দুই অধিদপ্তর পেল নতুন মহাপরিচালক

প্রসিকিউটর নিয়োগে আইন উপদেষ্টা কেন স্বার্থের দ্বন্দ্ব বিবেচনায় নিলেন না: ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া

ভারতীয় কোম্পানির ১৪০ কোটি ডলারের শেয়ার বিক্রি করে দিচ্ছে বিএটি

গাইবান্ধার তরুণীকে বিয়ে করে পাচারের চেষ্টা, দুই চীনা নাগরিক গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত