প্রতিনিধি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): সারাদিন ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়ে পেটেভাতে হওয়াই কঠিন। তার ওপর দুই সন্তানের লেখাপড়ার খরচ। প্রতি ঈদে নতুন পোশাক, তেল, চিনি, সেমাই কিনতে পারেন না কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়ার দিনমজুর বাবু মিয়া। আবার ঈদের দিন একটু ভালোমন্দ খেতে চায় সন্তানরা। কিন্তু সাধ্যে কুলায় না তার।
গত ঈদুল ফিতরে সন্তানের বায়না পূরণ করতে না পেরে এবার উপজেলার 'গোশত সমিতি'র সদস্য হয়েছেন বাবু মিয়া। রূপগঞ্জের এমন কয়েকশ দরিদ্র পরিবার 'গোশত সমিতি'তে যোগ দিয়েছে। এই সমিতির কল্যাণে ঈদে সবার ঘরে রান্না হয় গরুর মাংস।
২০১৭ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খামারপাড় এলাকায় তরুণ ফয়সাল মিয়া প্রথমে এ উদ্যোগ নেন। ২৫ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে গোশত সমিতি। প্রতি সপ্তাহে সদস্যরা চাঁদা দেন ১০০ টাকা। বছরে জমা হয় ৫ হাজার ২০০ টাকা। ঈদুল ফিতরের আগের দিন প্রত্যেক সদস্য পান ১২ কেজি করে মাংস।
দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই সমিতি। পাড়ায় মহলায় গড়ে উঠতে থাকে 'গরীবের গোশত সমিতি'। শুধু খামারপাড় এলাকাতেই বর্তমানে ছয়টি সমিতি রয়েছে। এছাড়া নগরপাড়া, দেইলপাড়া, কামশাইর, বরুণা, বরালুসহ উপজেলার বিভিন্ন এলাকায় সমিতি গড়ে উঠেছে। এবার ঈদুল ফিতরের ঈদকে উপলক্ষ্য করে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় দেড়শ সমিতি গড়ে উঠেছে। যদিও করোনার কারণে এবার সমিতির সংখ্যা কম বলে জানা গেছে। গত বছর ছিল প্রায় ২০০ সমিতি। একেক সমিতির সদস্য ৪০ থেকে ৬০ জন।
জানা গেছে, সারা বছর সঞ্চয় করা টাকা দিয়ে ঈদের আগে গরু কিনে জবাই করা হয়। এরপর মাংস ভাগ করে নেন সমিতির সদস্যরা। গরুর চামড়া বিক্রির টাকা পরের বছরের জন্য সমিতির তহবিলে জমা দেওয়া হয়। ফলে মাংস কিনতে গরিব পরিবারগুলোতে টাকা সংগ্রহের বাড়তি চাপ পড়ে না। সামান্য সাহায্যের জন্য অবস্থাপন্নদের দিকেও চেয়ে থাকতে হয় না।
খামারপাড়া গ্রামের একটি সমিতির সদস্য শফিকুল ইসলাম বলেন, আমরা গরীব মানুষ। ঈদে পোলাপানগো কাপড়-চোপড় কিইন্না টেকা শেষ অইয়া যায়। কোনোমতে তেল-সেমাই কিনি। আবার গোশত কিনুম কেমনে? যহন জানলাম সমিতি অইছে। তহন থেইক্যা সমিতিতে নাম লেহাই। অহন ঈদের আগে ১২ কেজি গোশত পামু।
মূল উদ্যোক্তা ফয়সাল আহমেদ জানান, বছর ঘুরে সমিতিতে জমা হয় ৬২ হাজার ৫০০ টাকা। এই টাকা দিয়ে গরু কিনে জবাই করে সমিতির সদস্যদের মধ্যে মাংস ভাগ করে দেওয়া হয়। তাদের এলাকাতেই এ ধরনের অন্তত ছয়টি সমিতি রয়েছে। উপজেলার প্রতিটি গ্রামেই রয়েছে এই গোশত সমিতি। শবে কদরের দিন থেকে শুরু হয় সমিতির গরু জবাইয়ের কাজ। চলে ঈদের দিন পর্যন্ত।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): সারাদিন ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়ে পেটেভাতে হওয়াই কঠিন। তার ওপর দুই সন্তানের লেখাপড়ার খরচ। প্রতি ঈদে নতুন পোশাক, তেল, চিনি, সেমাই কিনতে পারেন না কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়ার দিনমজুর বাবু মিয়া। আবার ঈদের দিন একটু ভালোমন্দ খেতে চায় সন্তানরা। কিন্তু সাধ্যে কুলায় না তার।
গত ঈদুল ফিতরে সন্তানের বায়না পূরণ করতে না পেরে এবার উপজেলার 'গোশত সমিতি'র সদস্য হয়েছেন বাবু মিয়া। রূপগঞ্জের এমন কয়েকশ দরিদ্র পরিবার 'গোশত সমিতি'তে যোগ দিয়েছে। এই সমিতির কল্যাণে ঈদে সবার ঘরে রান্না হয় গরুর মাংস।
২০১৭ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খামারপাড় এলাকায় তরুণ ফয়সাল মিয়া প্রথমে এ উদ্যোগ নেন। ২৫ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে গোশত সমিতি। প্রতি সপ্তাহে সদস্যরা চাঁদা দেন ১০০ টাকা। বছরে জমা হয় ৫ হাজার ২০০ টাকা। ঈদুল ফিতরের আগের দিন প্রত্যেক সদস্য পান ১২ কেজি করে মাংস।
দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই সমিতি। পাড়ায় মহলায় গড়ে উঠতে থাকে 'গরীবের গোশত সমিতি'। শুধু খামারপাড় এলাকাতেই বর্তমানে ছয়টি সমিতি রয়েছে। এছাড়া নগরপাড়া, দেইলপাড়া, কামশাইর, বরুণা, বরালুসহ উপজেলার বিভিন্ন এলাকায় সমিতি গড়ে উঠেছে। এবার ঈদুল ফিতরের ঈদকে উপলক্ষ্য করে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় দেড়শ সমিতি গড়ে উঠেছে। যদিও করোনার কারণে এবার সমিতির সংখ্যা কম বলে জানা গেছে। গত বছর ছিল প্রায় ২০০ সমিতি। একেক সমিতির সদস্য ৪০ থেকে ৬০ জন।
জানা গেছে, সারা বছর সঞ্চয় করা টাকা দিয়ে ঈদের আগে গরু কিনে জবাই করা হয়। এরপর মাংস ভাগ করে নেন সমিতির সদস্যরা। গরুর চামড়া বিক্রির টাকা পরের বছরের জন্য সমিতির তহবিলে জমা দেওয়া হয়। ফলে মাংস কিনতে গরিব পরিবারগুলোতে টাকা সংগ্রহের বাড়তি চাপ পড়ে না। সামান্য সাহায্যের জন্য অবস্থাপন্নদের দিকেও চেয়ে থাকতে হয় না।
খামারপাড়া গ্রামের একটি সমিতির সদস্য শফিকুল ইসলাম বলেন, আমরা গরীব মানুষ। ঈদে পোলাপানগো কাপড়-চোপড় কিইন্না টেকা শেষ অইয়া যায়। কোনোমতে তেল-সেমাই কিনি। আবার গোশত কিনুম কেমনে? যহন জানলাম সমিতি অইছে। তহন থেইক্যা সমিতিতে নাম লেহাই। অহন ঈদের আগে ১২ কেজি গোশত পামু।
মূল উদ্যোক্তা ফয়সাল আহমেদ জানান, বছর ঘুরে সমিতিতে জমা হয় ৬২ হাজার ৫০০ টাকা। এই টাকা দিয়ে গরু কিনে জবাই করে সমিতির সদস্যদের মধ্যে মাংস ভাগ করে দেওয়া হয়। তাদের এলাকাতেই এ ধরনের অন্তত ছয়টি সমিতি রয়েছে। উপজেলার প্রতিটি গ্রামেই রয়েছে এই গোশত সমিতি। শবে কদরের দিন থেকে শুরু হয় সমিতির গরু জবাইয়ের কাজ। চলে ঈদের দিন পর্যন্ত।
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
৩ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে