Ajker Patrika

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১১: ৩৮
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেন জমজম স্পিনিং মিলস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেড় ঘণ্টা পর পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

আন্দোলনরত শ্রমিকেরা জানান, আশপাশের সব কারখানায় বেতন বাড়িয়েছে, কিন্তু তাঁদের বেতন ৭ হাজার টাকাই রয়ে গেছে। পাশের স্টিকার ম্যান কারখানার বেতন সাড়ে ৯ হাজার, ডাচ্‌-বাংলা কারখানায় সাড়ে ৯ হাজার টাকা বেতন। তাঁদের বেতন কম, তাও সময়মতো দেওয়া হয় না। বিষয়টি নিয়ে কারখানার ম্যানেজার, জিএমের কাছে শ্রমিকেরা গেলেও তাঁরা গুরুত্ব দেননি। 

কারখানায় অপারেটর হিসেবে কাজ করা জুনায়েদ বলেন, ‘আমরা নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও সাড়া দিচ্ছে না। তাই বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি। 

জমজম স্পিনিং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিক সানোয়ার হোসেন বলেন, ‘আমরাও শ্রমিক, গার্মেন্টসে যারা কাজ করে তারাও শ্রমিক। সমান পরিশ্রম করি, কিন্তু বেতন পাই অর্ধেক। এটা কেমন বিচার? আমরা যে পরিশ্রম করি আর যে পরিমাণ বেতন পাই, তা দিয়ে সংসার চালানো খুবই কঠিন।’ 

শ্রমিক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছবি: আজকের পত্রিকাজমজম স্পিনিং মিলস্ লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা লোকমান হাকিম বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানায় এনে বেতন-ভাতার বিষয়ে আলোচনা হচ্ছে।’ 

শ্রমিকেরা আন্দোলনের যাওয়ার পরপরই শিল্প পুলিশ, থানা-পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা শ্রমিকদের বুঝিয়ে সাড়ে ৭টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কিছু সময়ের মধ্যে শ্রমিকেরা ফের মহাসড়ক অবরোধ করলে সকাল ৮টায় শ্রমিকদের বুঝিয়ে কারখানার ভেতরে নিয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন বলেন, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাসে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভেতর নেওয়া হয়েছে। মহাসড়ক অবরোধের কারণে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত