Ajker Patrika

মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা, হাসপাতালে নারী

নিজস্ব প্রতিবেদক
মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা, হাসপাতালে নারী

রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেলের পিলারে মিরপুর সুপার লিংকের একটি বাস ধাক্কা দিয়েছে। এতে ওই বাসে থাকা এক নারী আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলের কাছে কর্তব্যরত ট্রাফিক পুলিশের বরাতে জানা গেছে, মিরপুর সুপার লিংকের ওই বাসটি বিজয় সরণির দিক থেকে মিরপুরের দিকে যাচ্ছিল। যাত্রাপথে আগারগাঁও এলাকায় প্রবেশ করলে চাকা ফেটে হয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি। পরে এটি মেট্রোরেলের পিলারে গিয়ে ধাক্কা মারে।

দুর্ঘটনার ফলে বাসের ভেতরে থাকা অবস্থায় আহত এক নারীকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা গৌতম কুমার।

 ৩৬৫ নম্বর পিলারের কাছে ঘটনাটি ঘটেছে।

এর আগে গত ৯ এপ্রিল একটি বাস মেট্রোরেলের পিলারে ধাক্কা দিয়েছিল। এতে বাসটির অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছিলেন। সেফটি পরিবহনের ওই বাসটি মিরপুর-১২ থেকে আজিমপুরের উদ্দেশে যাচ্ছিল। কিশোর বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর পিলারে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত