Ajker Patrika

যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২ ফ্লাইওভার

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ২০: ১৭
যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২ ফ্লাইওভার

কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে গাজীপুর মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টের দুটি ফ্লাইওভার। আজ সোমবার সকালে কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজারে ও বেলা ২টার দিকে গাজীপুর মহানগরের নাওজোরের  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর নির্মিত দুটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

জানা যায়, এ মহাসড়কে ১ নম্বর প্যাকেজের অধীনে শফিপুর ও নাওজোর এলাকায় দুটি ফ্লাইওভারের নির্মাণকাজ চলমান রয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ৫৮ কোটি টাকা ব্যয়ে ৮১০ মিটার দৈর্ঘ্য নাওজোর ফ্লাইওভার ও ২০১৯ সালের জুন মাসে ১০৫ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ২৬২ মিটার দৈর্ঘ্য শফিপুর ফ্লাইওভারের নির্মাণকাজ শুরু হয়। ফ্লাইওভার দুটি ৯৮ ভাগ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এখন রেলিংয়ের কিছু কাজ বাকি রয়েছে। এখনো পুরোপুরি কাজ শেষ না হলেও ঈদ সামনে রেখে যানজট নিরসনের কথা চিন্তা করে ফ্লাইওভার দুটিতে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। 

গাজীপুর সড়ক বিভাগসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এখনো ফ্লাইওভারের কিছু কিছু কাজ বাকি রয়েছে। এগুলো ঈদের পর করা হবে। যানজটের কথা মাথায় রেখে তড়িঘড়ি করে ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো। 

ফ্লাইওভার দিয়ে চলাচলকারী প্রাইভেট কারের চালক মোমেনুল ইসলাম বলেন, ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়ার ফলে এই সড়কে আগের মতো যানজট হবে না।

ইসলাম মিয়া নামের অপর এক বাসচালক বলেন, ‘আমার ঘরে একজন নতুন অতিথি অথবা নতুন কিছু পেলে যেমন আনন্দ পাই। ঠিক চালক হিসেবে ততোই আন্দন লাগছে। ঈদ এলে বোঝা যেত যানজট কত ভোগান্তির! এখন ভোগান্তি অনেকটা কমবে।’   

ফ্লাইওভারের কিছু কিছু কাজ বাকি থাকলেও যানবাহন চলাচলে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন প্রজেক্টের পরিচালকসড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী খোন্দকার মোহাম্মদ শরিফুল আলম বলেন, আজ ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এখনো ফ্লাইওভারের কিছু কিছু কাজ বাকি রয়েছে। তবু যানজটের কথা মাথায় নিয়ে সরকার ফ্লাইওভার খুলে দিয়েছে। এই ফ্লাইওভার খুলে দেওয়ার ফলে এই সড়কে যানজট কমে যাবে। সাজেক প্রজেক্ট-১-এর আওতায় নাওজোর ফ্লাইওভারের নির্মাণকাজ হয়েছে।

প্রজেক্টের পরিচালক এ কে এম নূরুল আমিন বলেন, ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তির কথা চিন্তা করে ফ্লাইওভারগুলো যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ফ্লাইওভারের কিছু কিছু কাজ বাকি থাকলেও যানবাহন চলাচলে কোনো সমস্যা নেই। ঈদের পরপরই ছোট ছোট কাজগুলো শেষ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত