Ajker Patrika

সোহেল রানার সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেপ্তার বাহারুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কলকাতা প্রতিনিধি
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৯: ২২
সোহেল রানার সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেপ্তার বাহারুল

রাজধানীর বনানী থানার সাময়িক বরখাস্ত হওয়া পরিদর্শক শেখ সোহেল রানাকে ভারত থেকে ফেরত আনতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের দেওয়া তৃতীয় দফা চিঠির উত্তর দেয়নি ভারতের দিল্লির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। সোহেল রানাকে ফিরিয়ে আনার বিষয়ে টেলিফোনে কথা বলতে রাজি হয়নি দিল্লি। অবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে সোহেল রানার সঙ্গে দেখা করতে গিয়ে ভারতে গ্রেপ্তার হয়েছেন কুমিল্লার মুরাদনগরের দরিকান্দি ইসলামাবাদ এলাকার বাসিন্দা একেএম বাহারুল। শিলিগুড়ির সহকারী পুলিশ কমিশনার (পূর্ব) শুভেন্দু কুমার সাংবাদিকদের কাছে এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বাহারুলের চলাফেরা পুলিশের সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তদন্তের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া বাংলাদেশি ঠিকানা পুলিশ তাঁর পাসপোর্ট থেকে জানতে পারে। জানা গেছে, তামিলনাড়ুর ভেলোরে চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় বাহারুল ভারতে আসেন। ৬ জুন তাঁর ভিসার মেয়াদ শেষ হয়। সেই মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, মেখলিগঞ্জ জেলে বন্দী সোহেল রানার সঙ্গে দেখা করার চেষ্টা করেন বাহারুল। তার কাছ থেকে জব্দ করা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি পরীক্ষা করছে পুলিশ।

গত আগস্টের মাঝামাঝিতে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হওয়ার পর বনানী থানার এসআই সোহেল রানা আলোচনায় আসেন। ওই মামলায় তার বোন ই-অরেঞ্জের অন্যতম মালিক সোনিয়া মেহেজাবিন ও বোনের জামাই মাসুকুর রহমান আত্মসমর্পণ করে কারাগারে আছেন। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে শেখ সোহেল বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়। এরপর তিনি দেশ থেকে পালিয়ে যান। ৩ সেপ্টেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে পশ্চিমবঙ্গের কোচবিহারে তিনি গ্রেপ্তার হন।

রোববার ঢাকায় এনসিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভারতে গ্রেপ্তার সোহেল রানাকে ফেরত চেয়ে এ নিয়ে তিন দফায় দিল্লিতে এনসিবিকে চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ ১৮ সেপ্টেম্বর সোহেল রানাকে ফেরত চেয়ে তারা চিঠি দেন। এখনো কোনো উত্তর দেয়নি দিল্লি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত