Ajker Patrika

এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা ৬ মাসের মধ্যে দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা ৬ মাসের মধ্যে দিতে নির্দেশ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা অবসরের ছয় মাসের মধ্যে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই রায় দেন। রায়ে বেতনের ১০ শতাংশ কাটার বিপরীতে আর্থিক সুবিধা আনুপাতিক হারে দিতে বলা হয়েছে।  

রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্যাহ মিয়া। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর–সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের পক্ষে ছিলেন আইনজীবী মামুন চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

রায়ের পর আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্যাহ মিয়া বলেন, বেতনের ১০ শতাংশ কাটার বিপরীতে আনুপাতিক হারে আর্থিক সুবিধা দিতে বলা হয়েছে। একই সঙ্গে বেসরকারি শিক্ষক–কর্মচারীদের অবসরকালীন সুবিধা তাঁদের অবসরের ছয় মাসের মধ্যে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

রিটকারীরা জানান, আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর কাছ থেকে মূল বেতনের ৪ শতাংশ অবসর সুবিধার জন্য ও কল্যাণ সুবিধার জন্য ২ শতাংশ টাকা কেটে রাখা হতো প্রতি মাসে। ২০১৭ সালে তা বাড়িয়ে অবসরের জন্য ৬ শতাংশ ও কল্যাণ সুবিধার জন্য ৪ শতাংশ করা হয়। 

পরে বৃদ্ধির এই সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৯ সালে রিট করা হয়। যাতে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুল নিষ্পত্তি করা বৃহস্পতিবার রায় দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত