Ajker Patrika

পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার দেশ টিভির এমডি

উত্তরা (ঢাকা), প্রতিনিধি
দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। ফাইল ছবি
দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। ফাইল ছবি

পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৯ জুলাই উত্তরা-১ নম্বর সেক্টরের স্কলাস্টিকা স্কুলের সামনে মাইলস্টোনের ১০ম শ্রেণীর ছাত্র মো. সজিব আহমেদকে হত্যাচেষ্টার ঘটনায় তাঁর বাবা মো. সুমন বাদী হয়ে শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে হত্যা মামলা করেন। ওই মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামী করা হয়।’

মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওই মামলার আসামী হলেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। তিনি দেশত্যাগের চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন। পরে ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে আমরা নিরাপত্তার স্বার্থে তাঁকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নেতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত