Ajker Patrika

ভেটেরিনারিকে জরুরি সেবায় অন্তর্ভুক্ত করা উচিত: বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভেটেরিনারিকে জরুরি সেবায় অন্তর্ভুক্ত করা উচিত: বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, করোনাকালে দেশের প্রাণিসম্পদের উৎপাদনশীলতা ধরে রাখতে, খামারিদের কথা বিবেচনা করে জনগণের কাছে প্রাণিজ আমিষ পৌঁছে দেওয়ার জন্য ভেটেরিনারিয়ানরা জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছিলেন। সে সময় প্রমাণিত হয়েছিল, ভেটেরিনারি সেবা প্রকৃত অর্থেই জরুরি সেবার অন্তর্ভুক্ত হওয়া উচিত।

আজ শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৩ উপলক্ষে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এর আগে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাঙ্গণ থেকে ভেটেরিনারিয়ানরা র‍্যালি শুরু করে খামারবাড়ি মোড় প্রদক্ষিণ করে কৃষিবিদ ইনস্টিটিউশনে এসে শেষ করেন।

প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে র‍্যালি বের হয়ে খামারবাড়ি মোড় প্রদক্ষিণ করে কৃষিবিদ অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল সভাপতি কৃষিবিদ ডা. মো. মনজুর কাদির, বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ ড. এস এম নজরুল ইসলাম প্রমুখ।

প্রতি বছর এপ্রিলের শেষ শনিবার সারা বিশ্বে একযোগে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়। বিশ্ব ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সর্বপ্রথম ২০০০ সালে এ দিবসটি পালিত হয়। এ বছর ঢাকায় যৌথভাবে ভেটেরিনারি দিবস উদ্যাপিত হয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন, দি ভেট এক্সিকিউটিভ, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল এবং বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের উদ্যোগে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত