বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বালুবাহী ট্রলির চাপায় সাইফ মন্ডল (৯) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শিশু সাইফের চাচাতো ভাই ইমরান মন্ডল (২২)। তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সাইফ বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালকি গ্রামের বকুল মন্ডলের ছেলে। সে স্থানীয় শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
সাইফের ফুপা মান্নান মণ্ডল জানান, সাইফ ও তাঁর চাচাতো ভাই ইমরান মোটরসাইকেল নিয়ে নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামে ফুপাতো বোনের বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে নিজেদের বাড়িতে ফিরছিলেন। পথে তারা গাড়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে পেছন থেকে একটি বালুবাহী ট্রলি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে সাইফের মাথা ট্রলির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায় এবং ইমরান আহত হন। স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ দিকে দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা ট্রলিটিতে আগুন ধরিয়ে দেয়। পরে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বালুবাহী ট্রলির চাপায় সাইফ মন্ডল (৯) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শিশু সাইফের চাচাতো ভাই ইমরান মন্ডল (২২)। তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সাইফ বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালকি গ্রামের বকুল মন্ডলের ছেলে। সে স্থানীয় শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
সাইফের ফুপা মান্নান মণ্ডল জানান, সাইফ ও তাঁর চাচাতো ভাই ইমরান মোটরসাইকেল নিয়ে নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামে ফুপাতো বোনের বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে নিজেদের বাড়িতে ফিরছিলেন। পথে তারা গাড়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে পেছন থেকে একটি বালুবাহী ট্রলি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে সাইফের মাথা ট্রলির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায় এবং ইমরান আহত হন। স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ দিকে দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা ট্রলিটিতে আগুন ধরিয়ে দেয়। পরে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে