সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইরে সিন্দুকের ভেতর থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই বৃদ্ধার পুত্রবধূ ও তাঁর মাকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, ওই বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার পর লাশ সিন্দুকে লুকিয়ে রাখেন পুত্রবধূ।
গতকাল রোববার রাতে সিঙ্গাইর পৌর এলাকার নয়াডাঙ্গী এলাকার বৃদ্ধার নিজ বাড়ির শয়ন কক্ষের সিন্দুকের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধার হায়াতুন নেছার (৬০) নয়াডাঙ্গি গ্রামের মাহামুদ কাজীর স্ত্রী। আটক পুত্রবধূর নাম রুনা বেগম (২৮) ও তাঁর মা রেণুকা বেগম।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নয়াডাঙ্গী গ্রামের প্রবাসী আব্দুল খালেকের মা ও তাঁর ছেলের বউ রুনা বেগম একই বাড়িতে থাকতেন। মাঝেমধ্যেই রুনা তাঁর শাশুড়িকে না জানিয়ে বাড়ির বাইরে ঘুরতে যেতেন। এ নিয়ে গত ৫ অক্টোবর সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রুনা তাঁর শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করে সিন্দুকের ভেতরে লাশ লুকিয়ে রাখে। রোববার সকালে রুনা বাড়ি থেকে তাঁর নানির বাড়ি চলে যায়। এদিকে বাড়িতে হায়াতুনের কোনো সারা না পেয়ে স্বজনেরা তাঁকে খুঁজতে থাকেন।
রোববার সন্ধ্যায় রুনা তাঁর মাকে নিয়ে শ্বশুরবাড়িতে এলে স্বজনেরা জিজ্ঞাসা করেন হায়াতুনের কথা। একপর্যায়ে রুনা তাঁকে হত্যা করে লাশ সিন্দুকের ভেতর লুকিয়ে রেখেছে বলে তাঁদের জানান। পরে এলাকাবাসী খবর দিলে পুলিশ সিন্দুকের ভেতর থেকে লাশ উদ্ধার করে।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, শয়নকক্ষ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রুনা ও তাঁর মাকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হায়াতুনকে হত্যা করা হয়ে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মানিকগঞ্জের সিঙ্গাইরে সিন্দুকের ভেতর থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই বৃদ্ধার পুত্রবধূ ও তাঁর মাকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, ওই বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার পর লাশ সিন্দুকে লুকিয়ে রাখেন পুত্রবধূ।
গতকাল রোববার রাতে সিঙ্গাইর পৌর এলাকার নয়াডাঙ্গী এলাকার বৃদ্ধার নিজ বাড়ির শয়ন কক্ষের সিন্দুকের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধার হায়াতুন নেছার (৬০) নয়াডাঙ্গি গ্রামের মাহামুদ কাজীর স্ত্রী। আটক পুত্রবধূর নাম রুনা বেগম (২৮) ও তাঁর মা রেণুকা বেগম।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নয়াডাঙ্গী গ্রামের প্রবাসী আব্দুল খালেকের মা ও তাঁর ছেলের বউ রুনা বেগম একই বাড়িতে থাকতেন। মাঝেমধ্যেই রুনা তাঁর শাশুড়িকে না জানিয়ে বাড়ির বাইরে ঘুরতে যেতেন। এ নিয়ে গত ৫ অক্টোবর সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রুনা তাঁর শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করে সিন্দুকের ভেতরে লাশ লুকিয়ে রাখে। রোববার সকালে রুনা বাড়ি থেকে তাঁর নানির বাড়ি চলে যায়। এদিকে বাড়িতে হায়াতুনের কোনো সারা না পেয়ে স্বজনেরা তাঁকে খুঁজতে থাকেন।
রোববার সন্ধ্যায় রুনা তাঁর মাকে নিয়ে শ্বশুরবাড়িতে এলে স্বজনেরা জিজ্ঞাসা করেন হায়াতুনের কথা। একপর্যায়ে রুনা তাঁকে হত্যা করে লাশ সিন্দুকের ভেতর লুকিয়ে রেখেছে বলে তাঁদের জানান। পরে এলাকাবাসী খবর দিলে পুলিশ সিন্দুকের ভেতর থেকে লাশ উদ্ধার করে।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, শয়নকক্ষ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রুনা ও তাঁর মাকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হায়াতুনকে হত্যা করা হয়ে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ১৫ কোটি টাকা খরচ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ তৈরি করা হয়েছে। কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
২ মিনিট আগেকারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলার কার্যক্রম বাতিল আবেদনের শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ সোমবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ ঘটনা ঘটে। পরে আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন...
১০ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে শাহ আলম (২০) এক তরুণ নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
১১ মিনিট আগেমিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক বাংলাদেশি সদস্য পালিয়ে দেশে চলে এসেছেন। আজ সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেন তিনি।
১৩ মিনিট আগে