Ajker Patrika

জাল রসিদে হাসপাতালের টাকা আত্মসাৎ, কর্মচারী বরখাস্ত

নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা) 
জাল রসিদে হাসপাতালের টাকা আত্মসাৎ, কর্মচারী বরখাস্ত

রাজধানীর উত্তরায় জাল রসিদ তৈরি করে 'উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের' টাকা আত্মসাতের অভিযোগে হুমায়ন কবীর নামের এক কর্মচারীকে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্ত ওই কর্মচারী হাসপাতালের জরুরি বিভাগের ক্যাশ কাউন্টারে কর্মরত ছিলেন। গত শনিবার (১৪ আগস্ট) তাঁকে বরখাস্ত করা হয়। 

প্রতিদিনের মতো গত শনিবার (১৪ আগস্ট) সকালে জরুরি বিভাগের ক্যাশ কাউন্টারে কর্মরত ছিলেন হুমায়ন। জরুরি বিভাগের এক রোগীর স্বজন ক্যাশ কাউন্টারে বিল জমা দেন। বিলটি দেখে হাসপাতালের জরুরি বিভাগের স্টাফ নার্স বাশার সন্দেহ করেন। পরে তিনি যাচাই করে বুঝতে পারেন বিলটি ভুয়া। 

জরুরি বিভাগের স্টাফ নার্স বাশার আজকের পত্রিকাকে বলেন, ‘রসিদটি দেখে আমার সন্দেহ হয়। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলে তাঁরা বিষয়টি খোঁজখবর নেন। তখন জানা যায়, রোগীর স্বজনদের কাছ থেকে এক হাজার টাকা আদায় করে একটি ভুয়া ভাউচার দেওয়া হয়। কিন্তু হাসপাতালের হিসাবে জমা দেওয়া হয় একশ টাকা।' 

বাশার বলেন, হুমায়ন দীর্ঘদিন ধরেই এমন কিছু একটা করছেন বলে আমাদের অনেকেরই সন্দেহ ছিল। অবশেষে তাঁর জালিয়াতি ধরা পড়ে গেছে। 
 
জরুরি বিভাগের ক্যাশ কাউন্টারে গিয়ে দেখা যায়, হুমায়ন কবীরের স্থলাভিষিক্ত হয়েছেন মো. মিজানুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'ডিউটি করার কথা ছিল হুমায়ন কবীরের। কিন্তু তিনি না থাকায় তাঁর পরিবর্তে আমি কাজ করছি।' 

জাল রসিদের বিষয়ে জানতে চাইলে হুমায়ন কবীর আজকের পত্রিকাকে বলেন, 'এটি একটি ষড়যন্ত্র। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখবে।' 
 
অভিযোগ প্রসঙ্গে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক অ্যাসোসিয়েট প্রফেসর ডা. আসিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, 'হাসপাতালের একটি বিল এক হাজার টাকা হয়েছিল। কিন্তু হুমায়ন কবীর একশ টাকা হাসপাতালে জমা দিয়ে বাকি নয়শ টাকা নিজে রেখে দিয়েছিল। এতে সে হাসপাতালকে ঠকিয়েছে। এ কারণে তাঁকে বরখাস্ত করা হয়েছে।' 

প্রফেসর ডা. আসিফুর রহমান আরও বলেন, এ বিষয়টি হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সেই সঙ্গে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে অতিসত্বর তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই ব্যবস্থা নেওয়া হবে।’   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত