ঢাবি প্রতিনিধি
মানুষের লোভে মাত্রাতিরিক্ত বনসম্পদ ধ্বংসের কারণে ইকোসিস্টেম হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ২৩তম জাতীয় সম্মেলন ও এজিএম ২০২২ উপলক্ষে আয়োজিত ‘বায়োডাইভারসিটি কনভারসেশন: বাংলাদেশ পার্সপেক্টিভ’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও মানুষদের পরিবেশ ধ্বংসের কারণে বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও ইকোসিস্টেমস আজ হুমকির সম্মুখীন। বন্যপ্রাণী আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে, কিনা লোভী মানুষ বন্যা প্রাণীদের আবাসস্থল ধ্বংস করছে, বন ও পাহাড়ের মাঝখানে ঘর, রাস্তা তৈরি করছে।’
মন্ত্রী আরও বলেন, ‘অপরিকল্পিতভাবে বন ধ্বংস না করে বন্য প্রাণীদের উপযোগী বনায়ন তৈরি করা আমাদের কর্তব্য। একসময় বন্য প্রাণীদের হত্যা করা হতো, হরিণের চামড়া, বাঘের চামড়ার চড়া দামের দিকে খেয়াল রেখে কিছু অসাধু মানুষ বন্যপ্রাণী শিকার করে ইকোসিস্টেমকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।’ এ সময় বন বিভাগের পাশাপাশি সাধারণ মানুষকেও এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে করোনার মতো মরণব্যাধি রোগ আমাদের কম আঘাত করতে পেরেছে মন্তব্য করে মন্ত্রী বলেন, করোনা মহামারির সময়ে আমরা ৮ জন প্রাণিবিজ্ঞানী হারিয়েছি। আমাদের প্রাণিবিজ্ঞানীরা ও প্রাণিবিজ্ঞান সমিতি গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে যে দিকনির্দেশনা আমাদের দেবে তা সকলকে মেনে চলার পাশাপাশি জনসচেতনতা তৈরি করার আহ্বান জানান মন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন বিভাগের প্রধান তত্ত্বাবধায়ক মো. আমির হোসাইন চৌধুরী, এসিআই এগ্রিবিজনেসের প্রেসিডেন্ট ড. এফ এইস আনসারী, গভীর সামুদ্রিক মাছ র্যাংস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইনাম চৌধুরী প্রমুখ।
মানুষের লোভে মাত্রাতিরিক্ত বনসম্পদ ধ্বংসের কারণে ইকোসিস্টেম হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ২৩তম জাতীয় সম্মেলন ও এজিএম ২০২২ উপলক্ষে আয়োজিত ‘বায়োডাইভারসিটি কনভারসেশন: বাংলাদেশ পার্সপেক্টিভ’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও মানুষদের পরিবেশ ধ্বংসের কারণে বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও ইকোসিস্টেমস আজ হুমকির সম্মুখীন। বন্যপ্রাণী আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে, কিনা লোভী মানুষ বন্যা প্রাণীদের আবাসস্থল ধ্বংস করছে, বন ও পাহাড়ের মাঝখানে ঘর, রাস্তা তৈরি করছে।’
মন্ত্রী আরও বলেন, ‘অপরিকল্পিতভাবে বন ধ্বংস না করে বন্য প্রাণীদের উপযোগী বনায়ন তৈরি করা আমাদের কর্তব্য। একসময় বন্য প্রাণীদের হত্যা করা হতো, হরিণের চামড়া, বাঘের চামড়ার চড়া দামের দিকে খেয়াল রেখে কিছু অসাধু মানুষ বন্যপ্রাণী শিকার করে ইকোসিস্টেমকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।’ এ সময় বন বিভাগের পাশাপাশি সাধারণ মানুষকেও এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে করোনার মতো মরণব্যাধি রোগ আমাদের কম আঘাত করতে পেরেছে মন্তব্য করে মন্ত্রী বলেন, করোনা মহামারির সময়ে আমরা ৮ জন প্রাণিবিজ্ঞানী হারিয়েছি। আমাদের প্রাণিবিজ্ঞানীরা ও প্রাণিবিজ্ঞান সমিতি গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে যে দিকনির্দেশনা আমাদের দেবে তা সকলকে মেনে চলার পাশাপাশি জনসচেতনতা তৈরি করার আহ্বান জানান মন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন বিভাগের প্রধান তত্ত্বাবধায়ক মো. আমির হোসাইন চৌধুরী, এসিআই এগ্রিবিজনেসের প্রেসিডেন্ট ড. এফ এইস আনসারী, গভীর সামুদ্রিক মাছ র্যাংস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইনাম চৌধুরী প্রমুখ।
সাতক্ষীরায় অপরিপক্ব এক ট্রাক আম বাজারজাতের চেষ্টাকালে জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই অভিযান চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ট্রাকে অপরিপক্ব আমের বিষয়টি শনাক্ত করেন। পরে তাঁরা আমবাহী একটি ট্রাক
২২ মিনিট আগেরাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী মো. আরিফ সিকদার হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ‘শুটার’ মাহফুজুর রহমান বিপুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার সন্ধ্যায় র্যাব-৩–এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য
২৩ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজের কক্ষে ঢুকে তাঁর ল্যাপটপ ভাঙচুর করেছেন এক জুনিয়র কনসালট্যান্ট। এ সময় তিনি তত্ত্বাবধায়কে মারতেও উদ্যত হন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে এই ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বাংলা ২০১৮ ব্যাচের ছাত্র নোমানের ছাত্রত্ব সাময়িক স্থগিত ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তা ছাড়া স্নাতক পর্যায়ের সনদ স্থগিত ও তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত
২৭ মিনিট আগে