Ajker Patrika

জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে বাংলাবাজারের প্রকাশক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬: ২১
জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে বাংলাবাজারের প্রকাশক গ্রেপ্তার

জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বাংলাবাজারের আল রিহাব পাবলিকেশনসের প্রকাশক ও মালিক হাবিবুর রহমান ওরফে শামীমকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। 

এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান জানান, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থেকে বৃহস্পতিবার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য কাওসার আহাম্মেদ ওরফে মিলনকে গ্রেপ্তার করা হয়। কাওসারের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে পুরান ঢাকা বাংলাবাজারের ইসলামি মার্কেট থেকে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি ধর্মীয় বইয়ের প্রকাশনা আল রিহাব পাবলিকেশনসের মালিক। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মোহনপুরে। তিনি ২০১৬ সালে প্রকাশনা প্রতিষ্ঠানটি চালু করেন। 

মিলন কীভাবে জঙ্গিবাদে জড়ালেন জানতে চাইলে আসলাম খান বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা জসীম উদ্দিন রাহমানীর সহযোগী ফিরোজ আল রিহাবকে কিছু বই প্রকাশের জন্য দেন। প্রকাশনা থেকে বইগুলো প্রকাশ ও বিক্রির ধারাবাহিকতায় তিনি মুফতি জসীম উদ্দিন রাহমানীর মতাদর্শে অনুপ্রাণিত হন। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের সঙ্গে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। এরপর তিনি জসীম উদ্দিন রাহমানীর উগ্রবাদী বই ছাড়াও গাজওয়াতুল হিন্দ, জেগে ওঠো হে উম্মাহ, সত্যের সন্ধানে হে যুবক, দাজ্জাল আসছে সতর্ক হও, গণতন্ত্রের অসারতা ও ধ্বংসলীলাসহ বিভিন্ন উগ্রপন্থী বই গোপনে প্রকাশ ও বিক্রি করতেন। 

তবে তিনি কোথায়ও আক্রমণ করেছেন এমন তথ্য পাওয়া যায়নি। তাঁর কাজ ছিল উগ্রবাদী বই প্রকাশ ও প্রচার করা। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত