নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে থাকা নিয়ে দায়ের করা রিট দুই সপ্তাহের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে আগামী ১২ আগস্ট জাবির উপাচার্য প্যানেল নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আলাউদ্দিন আহমেদ ও মো. শামসোজ্জাহা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন আইনজীবী কুমার দেবুল দে ও সুবীর নন্দী।
আইনজীবী সুবীর নন্দী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বয়সের মেয়াদ নির্ধারণ করা আছে আইনে। কিন্তু ভিসির বয়সের কোনো সীমা উল্লেখ করা নেই। ওই রিট যথাযথ হয়নি। তাই যথাযথভাবে আবেদন করার নির্দেশ দিয়ে দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেছেন আদালত। আর এই আদেশের ফলে আগামী ১২ আগস্ট উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হতে বাধা নেই বলে জানান তিনি।
এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (উপাচার্য) অধ্যাপক নুরুল আলমের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২ আগস্ট রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শামসুজ্জোহা। সেই সঙ্গে উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠান স্থগিত চাওয়া হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে থাকা নিয়ে দায়ের করা রিট দুই সপ্তাহের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে আগামী ১২ আগস্ট জাবির উপাচার্য প্যানেল নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আলাউদ্দিন আহমেদ ও মো. শামসোজ্জাহা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন আইনজীবী কুমার দেবুল দে ও সুবীর নন্দী।
আইনজীবী সুবীর নন্দী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বয়সের মেয়াদ নির্ধারণ করা আছে আইনে। কিন্তু ভিসির বয়সের কোনো সীমা উল্লেখ করা নেই। ওই রিট যথাযথ হয়নি। তাই যথাযথভাবে আবেদন করার নির্দেশ দিয়ে দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেছেন আদালত। আর এই আদেশের ফলে আগামী ১২ আগস্ট উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হতে বাধা নেই বলে জানান তিনি।
এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (উপাচার্য) অধ্যাপক নুরুল আলমের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২ আগস্ট রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শামসুজ্জোহা। সেই সঙ্গে উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠান স্থগিত চাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নয়, এমন ২১টি হুইলচেয়ার জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে বহিরাগতরা এসব হুইলচেয়ারে হাসপাতালে রোগী বহনের নামে অর্থ আদায় করে আসছিল।
৪ মিনিট আগেখাগড়াছড়ির দুটি উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশি আখ্যা দিয়ে ভারত থেকে ৬৬ জনের অনুপ্রবেশের চেষ্টার খবর পাওয়া গেছে। আজ বুধবার ভোরে মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার সীমান্ত দিয়ে এই চেষ্টা করা হয়।
৯ মিনিট আগেচট্টগ্রামে নিজ কার্যালয় থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার হওয়া র্যাব কর্মকর্তা পলাশ সাহা আত্মহত্যা করেছেন বলে মনে করেন তাঁর মেজ ভাই নন্দ লাল সাহা। তবে এই আত্মহত্যার কারণ পলাশের স্ত্রী বলে অভিযোগ করেন তিনি। তবে পলাশের স্ত্রী সুস্মিতা সাহার ফোন নম্বর বন্ধ পাওযায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
২৩ মিনিট আগেচট্টগ্রামে নিজ কার্যালয়ে মাথায় গুলিবিদ্ধ র্যাব কর্মকর্তা পলাশ সাহার মরদেহের পাশে পাওয়া চিরকুটে একটি অংশে লেখা ছিল—‘বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য।’
৩৩ মিনিট আগে